টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার শাহ আলম টঙ্গীর মধুমতী এলাকার মৃত আমিনুল্লাহর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানায় করা একটি হত্যা মামলার আসামি। গতকাল সন্ধ্যায় গ্রেপ্তারের পর র্যাবের কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি এনআইডি কার্ড, দুটি এটিএম কার্ড, দুটি শপিং কার্ড ও নগদ ২ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়। বেলা দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় তাঁকে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের থানায় একটি মামলায় গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে র্যাব হস্তান্তর করেছে। আজ তাঁকে আদালতে পাঠানো হচ্ছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার শাহ আলম টঙ্গীর মধুমতী এলাকার মৃত আমিনুল্লাহর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানায় করা একটি হত্যা মামলার আসামি। গতকাল সন্ধ্যায় গ্রেপ্তারের পর র্যাবের কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি এনআইডি কার্ড, দুটি এটিএম কার্ড, দুটি শপিং কার্ড ও নগদ ২ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়। বেলা দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় তাঁকে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের থানায় একটি মামলায় গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে র্যাব হস্তান্তর করেছে। আজ তাঁকে আদালতে পাঠানো হচ্ছে।’
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রিপন মিয়া (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার একটি ভুট্টাখেতে এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬) নামের এক ভুয়া সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গতকাল শনিবার (৩ মে) রাতে উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাঁকে আটক করা হয়।
২৫ মিনিট আগেরাজধানীর ডেমরায় এক তরুণীকে (১৯) উত্ত্যক্তের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩৫ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ওই ইউপি সদস্যের নাম মো. জাফর সিকদার। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
৩৯ মিনিট আগে