Ajker Patrika

কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবরোধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯: ৩৪
রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট বিলোপ ও মোবাইল ফোন আমদানিতে উন্মুক্ত সুযোগের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

আজ বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা সড়কে কাঠ ও বাঁশ জড়ো করে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। সেখানে কিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, ‘আনঅফিশিয়াল’ মোবাইল ফোন বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা ক্রসিংয়ে সড়ক আটকে বিক্ষোভ করছেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাঁরা সড়কে আগুন জ্বালান। তিনি জানান, তাঁদের অবস্থানের কারণে আশপাশের সব রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান সন্ধ্যা ৭টায় আজকের পত্রিকাকে জানান, মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। তাঁরা কিছুক্ষণ পর রাস্তা ছেড়ে দেবেন বলে আশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাঁরা কারওয়ান বাজার সড়কেই অবস্থান করছেন।

গত কয়েক দিন ধরে এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে আন্দোলন করে আসছেন এই শ্রেণির ব্যবসায়ীরা। তাঁদের দাবি, এনইআইআর চালু হলে অবৈধ পথে আসা মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, ফলে বিদেশ থেকে আনা পুরোনো ফোনের ব্যবসা বন্ধ হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...