নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘তথ্য আপা’ প্রকল্পের অনশনরত কর্মীরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। আজ রোববার (১ জুন) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তাঁদের পাঁচজন প্রতিনিধি এ স্মারকলিপি দেন।
এর আগে আজ সকালে চার দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশের বাধা পান। পরে তাঁরা কাকরাইল মসজিদ সড়কে অবস্থান নিলে পুলিশ বেশ কয়েকজন নারীকে কিছুক্ষণের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা চাকরি রাজস্ব খাতে নেওয়াসহ চার দাবিতে এক সপ্তাহ ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন। তাঁদের কয়েকজন ইতিমধ্যে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করেন। কাকরাইলে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। পরে তাঁরা সড়কে বসে পড়েন। বিকেলে পুলিশ তাঁদের মধ্যে ১১ জনকে হেফাজতে নেয় এবং বাকিদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে প্রেসক্লাবের সামনে ফিরে যেতে অনুরোধ জানায়। এরপর আন্দোলনরত তথ্য আপারা প্রেসক্লাবে ফিরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘চাকরি স্থায়ী করার দাবিতে তাঁরা যমুনার দিকে যাচ্ছিলেন। পরে আলাপ করে তাঁদের প্রেসক্লাবের দিকে ফিরিয়ে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আনা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে।’
২০১৮ সালে নিয়োগ পাওয়া তথ্য আপাকর্মীরা স্বাস্থ্য, শিক্ষা, আইন, কৃষি, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা ও সাইবার নিরাপত্তা বিষয়ে গ্রামের নারীদের তথ্যসেবা দিয়ে আসছেন। দেশের ৪৯২টি উপজেলায় মাঠপর্যায়ে প্রায় ১ হাজার ৯৬৮ জন নারীকর্মী এ কাজ করছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ফেনীর ফুলগাজীর তথ্যসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তার বলেন, ‘আমরা পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছি। তবু রাজস্ব খাতে স্থানান্তরের কোনো উদ্যোগ নেই। উল্টো নিয়োগপত্র অনুযায়ী বেতন না দিয়ে সাবেক প্রকল্প পরিচালক মিনা পারভীন কমিয়ে দিয়েছেন।’
তথ্য আপাদের চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রকল্পের সব কর্মীকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর, তা সম্ভব না হলে প্রকল্পের মেয়াদ আরও ৩-৫ বছর বৃদ্ধি, শূন্য পদের ভিত্তিতে কর্মীদের মন্ত্রণালয়ের আওতায় আত্তীকরণ এবং কেটে রাখা বেতন-ভাতা দ্রুত পরিশোধ।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘তথ্য আপা’ প্রকল্পের অনশনরত কর্মীরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। আজ রোববার (১ জুন) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তাঁদের পাঁচজন প্রতিনিধি এ স্মারকলিপি দেন।
এর আগে আজ সকালে চার দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশের বাধা পান। পরে তাঁরা কাকরাইল মসজিদ সড়কে অবস্থান নিলে পুলিশ বেশ কয়েকজন নারীকে কিছুক্ষণের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা চাকরি রাজস্ব খাতে নেওয়াসহ চার দাবিতে এক সপ্তাহ ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন। তাঁদের কয়েকজন ইতিমধ্যে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করেন। কাকরাইলে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। পরে তাঁরা সড়কে বসে পড়েন। বিকেলে পুলিশ তাঁদের মধ্যে ১১ জনকে হেফাজতে নেয় এবং বাকিদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে প্রেসক্লাবের সামনে ফিরে যেতে অনুরোধ জানায়। এরপর আন্দোলনরত তথ্য আপারা প্রেসক্লাবে ফিরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘চাকরি স্থায়ী করার দাবিতে তাঁরা যমুনার দিকে যাচ্ছিলেন। পরে আলাপ করে তাঁদের প্রেসক্লাবের দিকে ফিরিয়ে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আনা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে।’
২০১৮ সালে নিয়োগ পাওয়া তথ্য আপাকর্মীরা স্বাস্থ্য, শিক্ষা, আইন, কৃষি, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা ও সাইবার নিরাপত্তা বিষয়ে গ্রামের নারীদের তথ্যসেবা দিয়ে আসছেন। দেশের ৪৯২টি উপজেলায় মাঠপর্যায়ে প্রায় ১ হাজার ৯৬৮ জন নারীকর্মী এ কাজ করছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ফেনীর ফুলগাজীর তথ্যসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তার বলেন, ‘আমরা পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছি। তবু রাজস্ব খাতে স্থানান্তরের কোনো উদ্যোগ নেই। উল্টো নিয়োগপত্র অনুযায়ী বেতন না দিয়ে সাবেক প্রকল্প পরিচালক মিনা পারভীন কমিয়ে দিয়েছেন।’
তথ্য আপাদের চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রকল্পের সব কর্মীকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর, তা সম্ভব না হলে প্রকল্পের মেয়াদ আরও ৩-৫ বছর বৃদ্ধি, শূন্য পদের ভিত্তিতে কর্মীদের মন্ত্রণালয়ের আওতায় আত্তীকরণ এবং কেটে রাখা বেতন-ভাতা দ্রুত পরিশোধ।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৭ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে