Ajker Patrika

মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২০: ৪০
ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার। ছবি: সংগৃহীত
ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি গাড়ি দুমড়ে–মুচড়ে গেছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, অসতর্কভাবে একটি প্রাইভেটকার ইউটার্ন নিচ্ছিল। তখন ট্রেনটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ের সিগন্যাল পড়ার পর রেললাইন ঘেঁষে ইউটার্ন নিচ্ছিল অনেক গাড়ি। হাতিরঝিল থেকে প্রবেশ করা গাড়ি রেললাইনের সিগন্যালের পাশ দিয়ে ইউটার্ন নিয়ে এফডিসির দিকে যাচ্ছিল। তখন তেজগাঁও এর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেন প্রাইভেটকারকে ধাক্কা দেয়। প্রাইভেটকার আবার একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রাইভেটকারে থাকা যাত্রী ও চালক গাড়ি রেখে চলে যায়। গাড়িটির মালিকের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি কেউ। এতে দুজন আহত হন বলে জানিয়েছেন তারা।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারের মালিক শনাক্তের চেষ্টা চলছে। তারা ঘটনার পর গাড়ি ফেলে চলে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত