Ajker Patrika

কোভিডের র‍্যাপিড টেস্ট শুরু করেছে বিএসএমএমইউ

বাসস, ঢাকা
কোভিডের র‍্যাপিড টেস্ট শুরু করেছে বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাস দ্রুত শনাক্তের অন্য র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীরা কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনা মূল্যে এই পরীক্ষা করার সুযোগ পাবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হওয়ায় রোগীদের ভর্তি, অপারেশন করাসহ অত্যন্ত জরুরি প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। এই সেবা কার্যক্রম প্রয়োজনে ভবিষ্যতে বহির্বিভাগেও চালু করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিসহ অন্যান্য সমস্যা মোকাবিলা করে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে সরকার উপজেলা পর্যায়েও করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার ব্যবস্থা করেছে।

কারও শরীরে করোনাভাইরাস সংশ্লিষ্ট কোনো লক্ষণ দেখা দিলেই উপজেলায় গিয়ে কোভিড-১৯ টেস্ট করানোর জন্য গ্রামাঞ্চলের জনসাধারণের প্রতি আহ্বান জানান উপাচার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত