Ajker Patrika

ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১২: ১৫
ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। 

শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে ঘাট এলাকায় যানবাহনে আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল আবার শুরু হয় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, কুয়াশায় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়ে। তবে যানবাহনের বেশি চাপ না থাকায় ঘাট এলাকায় জট সৃষ্টি হয়নি।

এবারের শীত মৌসুমের শুরু থেকে ঘন কুয়াশার কারণে কখনো কখনো ফেরি চলাচল বন্ধ থাকছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। কখনো মধ্য রাত, কখনো ভোর রাত থেকে বন্ধ থাকছে এই ফেরি চলাচল।

সকাল ৮টার দিকে ফেরিঘাটে কথা হয় যশোর থেকে আসা ট্রাক চালক সবুজ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ভোর থেকে ফেরি ছাড়ার অপেক্ষায় আছি। ঘাটে আসার পরপরই কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চললে এতক্ষণে ঢাকায় পৌঁছে যেতাম।

রাবেয়া পরিবহনের যাত্রী শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট শীত মৌসুমে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কুয়াশায় কখন ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে সেটা কেউ জানেন না।

আরেক যাত্রী কুলসুম বেগম এ সময় বলেন, সকাল থেকে ঘাটে আটকে আছি। ঘাট এলাকায় প্রচণ্ড ঠান্ডা আর হিমেল বাতাস বইছে। তীব্র শীতে অনেক কষ্ট হচ্ছে। 



Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত