Ajker Patrika

গুলশানে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা-ডলার-ইউরো ছিনতাই

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৪: ৩৭
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর গুলশানে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছ থেকে ৮০ লাখ টাকা ও বেশ কিছু ডলার ও ইউরো ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আহতেরা।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশান-২ ইসিজি মার্কেটের সামনে হামলা শিকার হন তারা। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহতেরা হলেন—আব্দুল কাদের শিকদার (৩০) ও তাঁর মামাতো ভাই আমির হামজা (২৫)। বর্তমানে তাঁরা গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত আব্দুল কাদেরের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, তাঁদের বাসা গুলশানে। তাঁর বড় ভাই আব্দুল কাদের ও মামাতো ভাই আমির হামজা মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। রাতে কাজ শেষ করে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন। গুলশান ইসিজি মার্কেটের সামনে আসলে ইয়াছিনসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি মোটরসাইকেলের গতি রোধ করে। পরে তাদের দুজনকে রড ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।

তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে গুলশান এলাকা থেকে দুজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা তাদের অন্য হাসপাতালে নিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত