নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ। জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরেন সংগঠনটির মহাসচিব আমজাদ আলী খান।
একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মতো সব দপ্তরে পোষ্য কোটা চালুর দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়া দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১১ মে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবেন বলেও জানানো হয়।
সংহতি পরিষদের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মহিউদ্দিন, বরকত খান, কার্যকরী সভাপতি আসকার ইবনে শায়েখ খাজা ও সহসভাপতি মো. ইব্রাহীম।
সংগঠনটির অন্য দাবিগুলো হলো—নবম পে-স্কেল দেওয়ার আগ পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, আগের মতো তিনটি টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বেতন সমতাকরণ পুনর্বহাল করা এবং জীবনযাত্রার মান সমুন্নত রাখার স্বার্থে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার ৯০ থেকে ১০০ শতাংশ ও গ্র্যাচুইটির হার ১ হাজার ২৩০ টাকার পরিবর্তে ১ হাজার ৪০০ টাকায় উন্নীত করা।
এ ছাড়া এক ও অভিন্ন নিয়োগবিধি চালুসহ সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরে সব সরকারি কর্মচারীর সিলেকশন গ্রেডসহ পদবি ও বেতনবৈষম্য দূর করা এবং ব্লক পোস্টধারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি।
আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ, অত্যাচার-নির্যাতনমূলক ও মিথ্যা মামলা বন্ধ প্রত্যাহার করা, ক্যাডারে কর্মরত কর্মচারীদের মতো প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের বিনা সুদে ৩০-৫০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ প্রদান এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর এবং অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিষদের উপদেষ্টা মো. মহিউদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে দীর্ঘ সময় ধরে কর্মচারীদের অধিকার আদায়ে এই সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ লড়ে যাব কর্মচারী বন্ধুদের দাবি আদায়ে। দাবি আদায়ের জন্য আগামী ১১ মে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকল হতাশা থেকে মুক্তি দেবেন।
নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ। জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরেন সংগঠনটির মহাসচিব আমজাদ আলী খান।
একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মতো সব দপ্তরে পোষ্য কোটা চালুর দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়া দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১১ মে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবেন বলেও জানানো হয়।
সংহতি পরিষদের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মহিউদ্দিন, বরকত খান, কার্যকরী সভাপতি আসকার ইবনে শায়েখ খাজা ও সহসভাপতি মো. ইব্রাহীম।
সংগঠনটির অন্য দাবিগুলো হলো—নবম পে-স্কেল দেওয়ার আগ পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, আগের মতো তিনটি টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বেতন সমতাকরণ পুনর্বহাল করা এবং জীবনযাত্রার মান সমুন্নত রাখার স্বার্থে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার ৯০ থেকে ১০০ শতাংশ ও গ্র্যাচুইটির হার ১ হাজার ২৩০ টাকার পরিবর্তে ১ হাজার ৪০০ টাকায় উন্নীত করা।
এ ছাড়া এক ও অভিন্ন নিয়োগবিধি চালুসহ সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরে সব সরকারি কর্মচারীর সিলেকশন গ্রেডসহ পদবি ও বেতনবৈষম্য দূর করা এবং ব্লক পোস্টধারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি।
আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ, অত্যাচার-নির্যাতনমূলক ও মিথ্যা মামলা বন্ধ প্রত্যাহার করা, ক্যাডারে কর্মরত কর্মচারীদের মতো প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের বিনা সুদে ৩০-৫০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ প্রদান এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর এবং অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিষদের উপদেষ্টা মো. মহিউদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে দীর্ঘ সময় ধরে কর্মচারীদের অধিকার আদায়ে এই সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ লড়ে যাব কর্মচারী বন্ধুদের দাবি আদায়ে। দাবি আদায়ের জন্য আগামী ১১ মে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকল হতাশা থেকে মুক্তি দেবেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
১ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৭ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগে