Ajker Patrika

নবম পে-স্কেলসহ ৭ দফা দাবি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২৩: ৫৩
নবম পে-স্কেলসহ ৭ দফা দাবি সরকারি কর্মচারীদের

নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ। জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরেন সংগঠনটির মহাসচিব আমজাদ আলী খান।

একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মতো সব দপ্তরে পোষ্য কোটা চালুর দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়া দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১১ মে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবেন বলেও জানানো হয়। 

সংহতি পরিষদের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মহিউদ্দিন, বরকত খান, কার্যকরী সভাপতি আসকার ইবনে শায়েখ খাজা ও সহসভাপতি মো. ইব্রাহীম। 

সংগঠনটির অন্য দাবিগুলো হলো—নবম পে-স্কেল দেওয়ার আগ পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, আগের মতো তিনটি টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বেতন সমতাকরণ পুনর্বহাল করা এবং জীবনযাত্রার মান সমুন্নত রাখার স্বার্থে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার ৯০ থেকে ১০০ শতাংশ ও গ্র্যাচুইটির হার ১ হাজার ২৩০ টাকার পরিবর্তে ১ হাজার ৪০০ টাকায় উন্নীত করা। 

সংবাদ সম্মেলনে নবম পে-স্কেলসহ ৭ দফা দাবি জানায় বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ

এ ছাড়া এক ও অভিন্ন নিয়োগবিধি চালুসহ সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরে সব সরকারি কর্মচারীর সিলেকশন গ্রেডসহ পদবি ও বেতনবৈষম্য দূর করা এবং ব্লক পোস্টধারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি। 

আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ, অত্যাচার-নির্যাতনমূলক ও মিথ্যা মামলা বন্ধ প্রত্যাহার করা, ক্যাডারে কর্মরত কর্মচারীদের মতো প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের বিনা সুদে ৩০-৫০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ প্রদান এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর এবং অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পরিষদের উপদেষ্টা মো. মহিউদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে দীর্ঘ সময় ধরে কর্মচারীদের অধিকার আদায়ে এই সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি। যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ লড়ে যাব কর্মচারী বন্ধুদের দাবি আদায়ে। দাবি আদায়ের জন্য আগামী ১১ মে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকল হতাশা থেকে মুক্তি দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত