অনলাইন ডেস্ক
পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিল্লাত উচ্চবিদ্যালয়ের আন্তশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘দ্যা গ্রেটেস্ট মিল্লাত’-এর সহযোগিতায় বাংলাদেশ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৫-১ গোলে ১০ম শ্রেণি জয়লাভ করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় ৮ম শ্রেণির ‘খ’ শাখা। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।
এর আগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী বখতীয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
গাজী বখতীয়ার হোসেন বলেন, ‘আমরা অনুভব করি পড়াশোনার পাশাপাশি মেধা বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক। তাই ছাত্রছাত্রীদের ক্রীড়া ও সংস্কৃতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘মিল্লাত উচ্চবিদ্যালয়’ এক অনন্য নাম। আপনার সন্তানকে খেলাধুলায় উৎসাহ দেবেন। তাদের বিদ্যালয়ে পাঠান, আমরা আপনার সন্তানকে একজন যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে পারব বলে আশা করি।’ পুরো আয়োজনে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম দ্যা গ্রেটেস্ট মিল্লাত পাশে থাকায় বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
টুর্নামেন্টের আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দিবা শাখার সহ প্রধান শিক্ষক উত্তম কুমার কর্মকার, প্রভাতি শাখার সহ প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ জাবেদ, শিক্ষক মো. আবদুল হান্নান, মনিতাজ বেগম, মাহমুদা ইয়াসমিন, হামিদুর রহমান, মোক্তারুজ্জামান, মো. কামাল হোসেন, জাহিদা জিনাত, ফারহানা আফরোজ সুরভী, আফরোজা আম্বিয়া, হামিদুল ইসলাম, বিলকিস নাহার, আরফাতুর রহমান শাওন, সহ প্রাক্তন শিক্ষার্থী দ্যা গ্রেটেস্ট মিল্লাত-এর সমন্বয়কারী ও প্রধান উপদেষ্টা মোহা. হাবিবুল ইসলাম সুমন, আহবায়ক সোহেল রানা বাবু, সদস্যসচিব ফয়সাল হোসেন, রাব্বি রহমান রনো প্রমুখ।
অনলাইন ডেস্ক
পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিল্লাত উচ্চবিদ্যালয়ের আন্তশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘দ্যা গ্রেটেস্ট মিল্লাত’-এর সহযোগিতায় বাংলাদেশ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৫-১ গোলে ১০ম শ্রেণি জয়লাভ করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় ৮ম শ্রেণির ‘খ’ শাখা। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।
এর আগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী বখতীয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
গাজী বখতীয়ার হোসেন বলেন, ‘আমরা অনুভব করি পড়াশোনার পাশাপাশি মেধা বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক। তাই ছাত্রছাত্রীদের ক্রীড়া ও সংস্কৃতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘মিল্লাত উচ্চবিদ্যালয়’ এক অনন্য নাম। আপনার সন্তানকে খেলাধুলায় উৎসাহ দেবেন। তাদের বিদ্যালয়ে পাঠান, আমরা আপনার সন্তানকে একজন যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে পারব বলে আশা করি।’ পুরো আয়োজনে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম দ্যা গ্রেটেস্ট মিল্লাত পাশে থাকায় বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
টুর্নামেন্টের আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দিবা শাখার সহ প্রধান শিক্ষক উত্তম কুমার কর্মকার, প্রভাতি শাখার সহ প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ জাবেদ, শিক্ষক মো. আবদুল হান্নান, মনিতাজ বেগম, মাহমুদা ইয়াসমিন, হামিদুর রহমান, মোক্তারুজ্জামান, মো. কামাল হোসেন, জাহিদা জিনাত, ফারহানা আফরোজ সুরভী, আফরোজা আম্বিয়া, হামিদুল ইসলাম, বিলকিস নাহার, আরফাতুর রহমান শাওন, সহ প্রাক্তন শিক্ষার্থী দ্যা গ্রেটেস্ট মিল্লাত-এর সমন্বয়কারী ও প্রধান উপদেষ্টা মোহা. হাবিবুল ইসলাম সুমন, আহবায়ক সোহেল রানা বাবু, সদস্যসচিব ফয়সাল হোসেন, রাব্বি রহমান রনো প্রমুখ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল লেংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেচট্টগ্রামে জাল সনদ ও ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে একাধিক স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ড।
১৩ মিনিট আগেষাটোর্ধ্ব মানিক মিয়া সারা রাত কাটিয়ে দেন ডিলার পয়েন্টের দরজায়। চোখে ঘুম নেই, মুখে কষ্টের রেখা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল ফজরের আজানের পর এসেছিলাম, কিন্তু আটা পাইনি। তাই আজ রাত ৯টা থেকে এখানে পড়ে আছি। আটা নিয়েই বাড়ি ফিরব।’
১৬ মিনিট আগেমুন্সিগঞ্জ সদর উপজেলায় একটি হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যার পর লাশ গুম করার অপরাধে অপর একটি ধারায় প্রত্যেককে দোষী সাব্যস্ত করে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে
২০ মিনিট আগে