Ajker Patrika

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব আসনই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব আসনই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের 

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে ২৩ আসনের সবগুলো আসন পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। আজ শনিবার রাত সাড়ে ১২টার দিকে এই ফলাফল ঘোষণা করা হয়। 

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু ফলাফল ঘোষণা করেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। 

যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহসভাপতি রুমানা জামান ঋতু, সহসভাপতি প্রাণনাথ, কোষাধ্যক্ষ বিবি ফাতেমা মুন্নি, সিনিয়র সহসাধারণ সম্পাদক ফাহিম শরীফ, সহসাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন জয়, লাইব্রেরি সম্পাদক মো. রেজাউল হক মিয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক শিখা ইসলাম, দপ্তর সম্পাদক মো. গোলাম কিবরিয়া সুমন, ক্রীড়া সম্পাদক এস এম মিজানুর রহমান ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আবুল হাসানাত জিহাদ, সদস্য পদে গাজী ইমরুল, জহির উদ্দিন, আশরাফুল ইসলাম মুরাদ, মো. আসলাম হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ তানজির হোসেন রবিন, মোছা. ইসমত আরা শারমিন রিমু, নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও ইয়াসিন জাহান নিশান।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই দিনে ৯ হাজার ২৪৩ জন ভোটার ভোট প্রদান করে। 

এবারের নির্বাচনেও বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ঐক্য প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে প্রথম দিনে ভোট কারচুপি এবং নানা অনিয়মের অভিযোগ তুলে দ্বিতীয় দিনে তারা নির্বাচন বর্জন করে। দ্বিতীয় দিনে একতরফা নির্বাচন হয়। 

এদিকে ফলাফল ঘোষণার আগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এমনকি আইনজীবী সমিতির সাবেক এক নেতা ২ রাউন্ড ফাঁকা গুলিও বর্ষণ করেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, ঢাকা বারের সাবেক এক আইনজীবীর নেতৃত্বে বহিরাগত কিছু যুবক মহড়া দিতে থাকে। এ সময় সবাই তাদের বাধা দিলে তারা মারমুখী হয়ে ওঠে। একপর্যায়ে ভোট গণনার সময় উপস্থিত আইনজীবীরা তাদের মারধর করে। এরপর তারা চলে যায়। কিছুক্ষণ পর দল বল নিয়ে আবার আইনজীবী সমিতিতে আক্রমণ করতে এলে ঢাকা বারের একজন সিনিয়র আইনজীবী ফাঁকা গুলি বর্ষণ করেন। একই সঙ্গে উপস্থিত আইনজীবীরা তাদের ধাওয়া করলে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত