নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঋণের নামে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংকটির কর্মকর্তাসহ ১৪ ব্যক্তির বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় ৬ কোটি টাকা পাচারের অভিযোগও করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক মামলার অনুমোদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
আরিফ সাদেক জানান, ইক্সোরা অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। যে কোনো সময় সংস্থাটির উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জালিয়াতির মাধ্যমে ইক্সোরা অ্যাপারেলস লিমিটেডের মালিকদের বিরুদ্ধে এনআরবিসি ব্যাংকের ৭৮ কোটি টাকা আত্মসাৎ এবং পণ্য রপ্তানির নামে প্রায় কোটি টাকা পাচারের অভিযোগ তুলে ধরা হয়। ওই অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মো. আবুবকর সিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়। তিনি অনুসন্ধান শেষে অভিযুক্ত ইক্সোরা অ্যাপারেলস মালিক এবং ১১ জন ব্যাংক কর্মকর্তাসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার সুপারিশ তুলে ধরে দুদকে অনুসন্ধান প্রতিবেদন জমা দেন। কমিশন অনুসন্ধান প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমোদন দেয়।
দুদকের তথ্যমতে, গাজীপুর জেলার কাশিমপুরের শৈলডুবি এলাকায় স্থাপিত ইক্সোরা অ্যাপারেলস লিমিটেডের মালিক ব্যবসা সম্প্রসারণের জন্য এনআরবিসি ব্যাংকের উত্তরা শাখায় ঋণের জন্য আবেদন করে। ঋণ আবেদনের বিভিন্ন ধরনের কাগজপত্র সৃজন করে দেওয়া হয়। গার্মেন্টস মালিক ও ব্যাংকের উত্তরা শাখার কর্মকর্তারা পরস্পর যোগসাজশ করে নিজের লাভবান হয়ে অপরাধমূলক ও অসদাচরণের মাধ্যমে ৭৪ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৮০৪ টাকা ঋণ মঞ্জুর করে। এ টাকা সুদাসলে ৭৮ কোটি ৫৭ লাখ ২ হাজার ২৭৩ টাকায় দাঁড়ায়। যা পরিশোধ না করে প্রতিষ্ঠানটি আত্মসাৎ করে। এ ছাড়া ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে সম্পাদিত ৪টি চুক্তির মাধ্যমে ৮টি ইএক্সপি অনুযায়ী বাংলাদেশি ৫ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৭৫ টাকা মূল্যের সোয়েটার যুক্তরাজ্যে রপ্তানি করে তার মূল্য টাকা দেশে না এনে পাচার করা হয়। দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা দায়ের করার অনুমোদন দেওয়া হয়।
মামলায় যাদের আসামি করা হবে তাদের মধ্যে রয়েছেন-ইক্সোরা অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা, যুক্তরাজ্যের ৩৬ ফুলার রোডের ডিএন্ডএইচ ফ্যাশন লিমিটেডের পরিচালক মো. আব্দুল হাকিম ভুইয়া, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উত্তরা (বর্তমানে মিরপুর) শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আশিকুর রহমান, সাবেক এক্সিকিউটিভ (বর্তমানে প্রাইম ব্যাংকের করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ) মো. ফারুক আব্দুল্লাহ, সাবেক শাখা প্রধান (বর্তমানে বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রিন্সিপাল শাখার সিনিয়র এক্সিকিউটিভ) মো. দেলোয়ার হোসেন, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে ভাইস প্রেসিডেন্ট) গোলাম মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আফিস আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে প্রধান কার্যালয়) হাসনাত রেজা মহিব্বুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনোয়ার হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া সাওলাত ঘানি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান মিঞা ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. অলিউর রহমান ফুয়াদ।
ঋণের নামে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংকটির কর্মকর্তাসহ ১৪ ব্যক্তির বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় ৬ কোটি টাকা পাচারের অভিযোগও করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক মামলার অনুমোদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
আরিফ সাদেক জানান, ইক্সোরা অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। যে কোনো সময় সংস্থাটির উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জালিয়াতির মাধ্যমে ইক্সোরা অ্যাপারেলস লিমিটেডের মালিকদের বিরুদ্ধে এনআরবিসি ব্যাংকের ৭৮ কোটি টাকা আত্মসাৎ এবং পণ্য রপ্তানির নামে প্রায় কোটি টাকা পাচারের অভিযোগ তুলে ধরা হয়। ওই অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মো. আবুবকর সিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়। তিনি অনুসন্ধান শেষে অভিযুক্ত ইক্সোরা অ্যাপারেলস মালিক এবং ১১ জন ব্যাংক কর্মকর্তাসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার সুপারিশ তুলে ধরে দুদকে অনুসন্ধান প্রতিবেদন জমা দেন। কমিশন অনুসন্ধান প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমোদন দেয়।
দুদকের তথ্যমতে, গাজীপুর জেলার কাশিমপুরের শৈলডুবি এলাকায় স্থাপিত ইক্সোরা অ্যাপারেলস লিমিটেডের মালিক ব্যবসা সম্প্রসারণের জন্য এনআরবিসি ব্যাংকের উত্তরা শাখায় ঋণের জন্য আবেদন করে। ঋণ আবেদনের বিভিন্ন ধরনের কাগজপত্র সৃজন করে দেওয়া হয়। গার্মেন্টস মালিক ও ব্যাংকের উত্তরা শাখার কর্মকর্তারা পরস্পর যোগসাজশ করে নিজের লাভবান হয়ে অপরাধমূলক ও অসদাচরণের মাধ্যমে ৭৪ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৮০৪ টাকা ঋণ মঞ্জুর করে। এ টাকা সুদাসলে ৭৮ কোটি ৫৭ লাখ ২ হাজার ২৭৩ টাকায় দাঁড়ায়। যা পরিশোধ না করে প্রতিষ্ঠানটি আত্মসাৎ করে। এ ছাড়া ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে সম্পাদিত ৪টি চুক্তির মাধ্যমে ৮টি ইএক্সপি অনুযায়ী বাংলাদেশি ৫ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৭৫ টাকা মূল্যের সোয়েটার যুক্তরাজ্যে রপ্তানি করে তার মূল্য টাকা দেশে না এনে পাচার করা হয়। দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা দায়ের করার অনুমোদন দেওয়া হয়।
মামলায় যাদের আসামি করা হবে তাদের মধ্যে রয়েছেন-ইক্সোরা অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা, যুক্তরাজ্যের ৩৬ ফুলার রোডের ডিএন্ডএইচ ফ্যাশন লিমিটেডের পরিচালক মো. আব্দুল হাকিম ভুইয়া, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উত্তরা (বর্তমানে মিরপুর) শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আশিকুর রহমান, সাবেক এক্সিকিউটিভ (বর্তমানে প্রাইম ব্যাংকের করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ) মো. ফারুক আব্দুল্লাহ, সাবেক শাখা প্রধান (বর্তমানে বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রিন্সিপাল শাখার সিনিয়র এক্সিকিউটিভ) মো. দেলোয়ার হোসেন, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে ভাইস প্রেসিডেন্ট) গোলাম মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আফিস আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে প্রধান কার্যালয়) হাসনাত রেজা মহিব্বুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনোয়ার হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া সাওলাত ঘানি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান মিঞা ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. অলিউর রহমান ফুয়াদ।
চুয়াডাঙ্গার দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পরই তিনি মারা যান।
৪ মিনিট আগেগোমস্তাপুরে নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যুগিবাড়ি পাংলার বিল এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেছাত্রদলের কমিটি নিয়ে আবার উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শাখা ছাত্রদলের ৩৭০ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি ও ১৭টি হল কমিটিতে শিবির, ছাত্রলীগ ও ছিনতাইকারী রয়েছে বলে অভিযোগ এনে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছেন ছাত্রদলের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী।
১ ঘণ্টা আগেকুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি নামবিহীন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে ট্রলারটি বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীরে ডুবে যায়।
১ ঘণ্টা আগে