গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে মাটির নিচ থেকে ৮৬ কেজি ওজনের একটি মেটে আলু (স্থানীয় নাম গৈচা আলু) উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার ওই এলাকার মো. মাহবুবুর রহমানের বাড়ির পাশ থেকে আলুটি উত্তোলন করা হয়। এরপর থেকেই এটি দেখার এলাকার মানুষ তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব বলেন, ‘এর আগে মাটির নিচে এত বড় আলু দেখিনি। এর অর্ধেক ওজনের আলু আমি এই বয়সে দেখিনি। তাই দেখতে এলাম।’ আনোয়ারা নামের এক নারী বলেন, ‘আমার বাড়ির পাশে এই আলু রোপণ করি বহু বছর। কিন্তু এত বড় হয়নি। দেখে রীতিমতো অবাক হয়েছি।’
আলুর মালিক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘তিন বছর আগে সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের কো-অর্ডিনেটর আবিদ উল কবিরের দিকনির্দেশনায় বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বীজ এনে রোপণ করি। রোপণের এক বছর পর এর ওজন হয় ২৮ কেজি। তখন আলুর ওপরের অংশটুকু আবার রোপণ করে দিই। রোপণ করার পর থেকে শুধু জৈবস্যার, গোবর ও ছাই ব্যবহার করি।’
গতকাল বিকেলে দুইজন শ্রমিককে সঙ্গে নিয়ে স্থানীয় জাতের এই আলুটি উত্তোলন করেন তিনি। পরে এটির ওজন করলে ২ মণ ৬ কেজি হয়। যা দেখে তিনি নিজেও অবাক হয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, ‘আমি খুব খুশি দুই বছরে এত বড় আকারের আলু হয়েছে। এ আলু চাষ করতে তেমন কোনো খরচ নেই, যে কেউ খুব সহজেই এটার চাষ করতে পারবে।’
জানা যায়, স্থানীয়ভাবে এটি মাইট্টা আলু, পেস্তা আলু, গৈচা আলু, চুপড়ি আলু, মাচা আলু, গজ আলু, গেছে আলু, মেটে আলু, মাছ আলু, পাঁচড়া আলু, গাউচ্ছা আলু ইত্যাদি নামে পরিচিত। তিন থেকে চার বছরে মাটির নিচের আলুগুলো ১০ থেকে ৩০ কেজি পর্যন্ত হয়। কিন্তু এটি তুলনামূলকভাবে অনেক বেশি বড় হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে মাটির নিচ থেকে ৮৬ কেজি ওজনের একটি মেটে আলু (স্থানীয় নাম গৈচা আলু) উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার ওই এলাকার মো. মাহবুবুর রহমানের বাড়ির পাশ থেকে আলুটি উত্তোলন করা হয়। এরপর থেকেই এটি দেখার এলাকার মানুষ তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব বলেন, ‘এর আগে মাটির নিচে এত বড় আলু দেখিনি। এর অর্ধেক ওজনের আলু আমি এই বয়সে দেখিনি। তাই দেখতে এলাম।’ আনোয়ারা নামের এক নারী বলেন, ‘আমার বাড়ির পাশে এই আলু রোপণ করি বহু বছর। কিন্তু এত বড় হয়নি। দেখে রীতিমতো অবাক হয়েছি।’
আলুর মালিক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘তিন বছর আগে সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের কো-অর্ডিনেটর আবিদ উল কবিরের দিকনির্দেশনায় বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বীজ এনে রোপণ করি। রোপণের এক বছর পর এর ওজন হয় ২৮ কেজি। তখন আলুর ওপরের অংশটুকু আবার রোপণ করে দিই। রোপণ করার পর থেকে শুধু জৈবস্যার, গোবর ও ছাই ব্যবহার করি।’
গতকাল বিকেলে দুইজন শ্রমিককে সঙ্গে নিয়ে স্থানীয় জাতের এই আলুটি উত্তোলন করেন তিনি। পরে এটির ওজন করলে ২ মণ ৬ কেজি হয়। যা দেখে তিনি নিজেও অবাক হয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, ‘আমি খুব খুশি দুই বছরে এত বড় আকারের আলু হয়েছে। এ আলু চাষ করতে তেমন কোনো খরচ নেই, যে কেউ খুব সহজেই এটার চাষ করতে পারবে।’
জানা যায়, স্থানীয়ভাবে এটি মাইট্টা আলু, পেস্তা আলু, গৈচা আলু, চুপড়ি আলু, মাচা আলু, গজ আলু, গেছে আলু, মেটে আলু, মাছ আলু, পাঁচড়া আলু, গাউচ্ছা আলু ইত্যাদি নামে পরিচিত। তিন থেকে চার বছরে মাটির নিচের আলুগুলো ১০ থেকে ৩০ কেজি পর্যন্ত হয়। কিন্তু এটি তুলনামূলকভাবে অনেক বেশি বড় হয়েছে।
রাজধানীর মহাখালীতে একটি ওষুধের দোকানে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করা জসিম উদ্দিনের সহযোগী ছিলেন একজন পাঠাও চালক। ওই পিস্তলটি এখন তাঁর কাছেই অস্ত্রটি রয়েছে বলে জানিয়েছে র্যাব। জসিমকে গ্রেপ্তারের পর আজকের পত্রিকাকে এসব তথ্য জানান র্যাবের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
৩ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সাকর আলি তালুকদার বাড়ির চেইঙ্গার ব্রিজ এলাকায় ‘মব’ সৃষ্টি করে পিটিয়ে স্কুলছাত্রকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর আটক স্থানীয় দুই ব্যক্তিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক নাজিম উদ্দিন পলাতক রয়েছেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে নয়ন (৪৬) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে টঙ্গীর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেচুয়াডাঙ্গা পৌর শহরে হাসপাতালে মায়ের মরদেহ দেখে শোকার্ত ছেলেও মারা গেছেন। চিকিৎসক বলছেন, তাঁদের ধারণা, মায়ের লাশ দেখে ছেলে স্ট্রোক করেছেন। একসঙ্গে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগে