সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এ অবরোধের ফলে সড়কে আটকা পড়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের গাড়ি। এদিকে সংসদ সদস্যকে দেখেও সড়ক থেকে অবরোধ অনড় ছিলেন শ্রমিকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যস্থলের দিকে যান এমপি মমতাজ।
আজ সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় অবরোধের মুখে পড়েন তিনি।
সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে পদ্মার মোড় এলাকায় অবস্থিত রাকেফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে। পরে সেই সড়ক দিয়ে যাওয়ার পথে সেখানে আটকা পড়েন মমতাজ বেগম।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার শ্রমিকেরা বেতন না পেয়ে আন্দোলন করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষ সোমবার গত মাসের (জুলাই) বেতন ভাতা পরিশোধ করবে বলে আশ্বাস দেয়। কিন্তু এখনো বেতন পরিশোধ না করায় আন্দোলনে নামেন শ্রমিকেরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ (ওসি) রাসেল মোল্লা বলেন, এমপি মমতাজ বেগমের গাড়ি অবরোধে আটকা পড়লে আমরা বিকল্প সড়কে যাওয়ার ব্যবস্থা করে দেই। এখনো শ্রমিকেরা অবরোধ চালিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে।’
ওসি আরও বলেন, ‘মালিকপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। শুনেছি কারখানার মালিক বিদেশে আছেন। তার ম্যানেজারসহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।’
উল্লেখ্য, সর্বশেষ সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত শ্রমিকেরা অবরোধ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এ অবরোধের ফলে সড়কে আটকা পড়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের গাড়ি। এদিকে সংসদ সদস্যকে দেখেও সড়ক থেকে অবরোধ অনড় ছিলেন শ্রমিকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যস্থলের দিকে যান এমপি মমতাজ।
আজ সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় অবরোধের মুখে পড়েন তিনি।
সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে পদ্মার মোড় এলাকায় অবস্থিত রাকেফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে। পরে সেই সড়ক দিয়ে যাওয়ার পথে সেখানে আটকা পড়েন মমতাজ বেগম।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার শ্রমিকেরা বেতন না পেয়ে আন্দোলন করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষ সোমবার গত মাসের (জুলাই) বেতন ভাতা পরিশোধ করবে বলে আশ্বাস দেয়। কিন্তু এখনো বেতন পরিশোধ না করায় আন্দোলনে নামেন শ্রমিকেরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ (ওসি) রাসেল মোল্লা বলেন, এমপি মমতাজ বেগমের গাড়ি অবরোধে আটকা পড়লে আমরা বিকল্প সড়কে যাওয়ার ব্যবস্থা করে দেই। এখনো শ্রমিকেরা অবরোধ চালিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে।’
ওসি আরও বলেন, ‘মালিকপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। শুনেছি কারখানার মালিক বিদেশে আছেন। তার ম্যানেজারসহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।’
উল্লেখ্য, সর্বশেষ সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত শ্রমিকেরা অবরোধ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
নাগরিক ঐক্যের যশোরের বাঘারপাড়ার উপজেলা কমিটির সদস্যসচিব হয়েছেন মেহজাবিন জান্নাত অনন্যা। তিনি জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলের মেয়ে। তবে এর মধ্যে নিজের বাবার মতাদর্শের বাইরে রাজনীতি নিয়ে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কমিটি থেকে অব্যাহতি নেন তিনি।
১১ মিনিট আগেরোহিঙ্গা সংকট নিরসনে টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়েজ টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। প্রথম দিনে রোহিঙ্গা প্রতিনিধিদের মতামত নেওয়া হয়।
২৬ মিনিট আগেরোগী ও স্থানীয়দের চলাচলের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোববার (২৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে হাসপাতাল ফটকের সামনে সচেতন তরুণ সমাজের ব্যানারে মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান।
১ ঘণ্টা আগেমাদক শনাক্তের এই জটিলতা কাটাতে শিগগির কক্সবাজারে একটি মাদক পরীক্ষাগার নির্মাণে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সৌমেন মণ্ডল।
১ ঘণ্টা আগে