Ajker Patrika

মেয়েকে যৌন হয়রানির অভিযোগে স্বামীকে কোপালেন স্ত্রী

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৮
মেয়েকে যৌন হয়রানির অভিযোগে স্বামীকে কোপালেন স্ত্রী

কিশোরী মেয়েকে যৌন হয়রানি অভিযোগে স্ত্রীর দায়ের কোপে হোসেন মাঝি (৩২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার এ ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামে। 

তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং বর্তমানে মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের হাফেজ খানের বাড়ির ভাড়াটিয়া। 

স্ত্রীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাজিরবাগ গ্রামের হাফেজ খানের বাড়ির ভাড়াটিয়া হোসেন মাঝি বেশ কিছুদিন যাবৎ তার নিজের মেয়ের শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। সর্বশেষ আজ রোববার ভোরে যৌন হয়রানি করতে গেলে মেয়ের ডাক চিৎকার দিলে মা রাশেদা বেগম ছুটে আসেন এবং দা দিয়ে স্বামীর মাথায় কোপ দেন। খবর পেয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু সাইদ আহত হোসেন মাঝিকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। 

মালখানগর ইউপির ওয়ার্ড সদস্য মো. আবু সাইদ বলেন, ‘আজ ভোরে আমি খবর পেয়েছি নিজের মেয়েকে যৌন হয়রানির চেষ্টা করেছেন হোসেন মাঝি। এটা জেনে পুলিশকে অবহিত করি এবং আহত হোসেন মাঝিকে হাসপাতালে ভর্তি করাই।’ 

মা রাশেদা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বেশ কিছু দিন যাবৎই মেয়ের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করত। আজ ভোরে যৌন হয়রানির চেষ্টা করলে মেয়ের ডাক চিৎকারে আমি কাছে গিয়ে সত্যতা পাই, পরে মেয়ে আমাকে সব খুলে বলে।’ 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযুক্ত হোসেন মাঝি বর্তমানে পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত