নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীরা। এতে বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা, রামপুরা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়।
জাতীয় প্রেসক্লাব থেকে আজ সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন জাগপার নেতা-কর্মীরা। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ তাদের বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আটকে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাগপার নেতা-কর্মীরা।
সমাবেশ থেকে ভারত সরকারকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়। ঘণ্টাখানেক নেতা-কর্মীরা সড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দিতে বললে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন জাগপার নেতা-কর্মীরা।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবিতে সকালে সড়কে অবস্থান নেন জাগপার নেতা-কর্মীরা। এ সময় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে বাধ্য হয়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীরা। এতে বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা, রামপুরা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়।
জাতীয় প্রেসক্লাব থেকে আজ সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন জাগপার নেতা-কর্মীরা। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ তাদের বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আটকে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাগপার নেতা-কর্মীরা।
সমাবেশ থেকে ভারত সরকারকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়। ঘণ্টাখানেক নেতা-কর্মীরা সড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দিতে বললে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন জাগপার নেতা-কর্মীরা।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবিতে সকালে সড়কে অবস্থান নেন জাগপার নেতা-কর্মীরা। এ সময় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে বাধ্য হয়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
সিলেটে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে মোট ছয়জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
২১ মিনিট আগের্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টার পাঁয়তারা চলছে। আমরা এটি টের পাচ্ছি। এ নিয়ে আমাদের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া মনিটর করছি।’
৩৪ মিনিট আগে১৩ দিনের নবজাতককে নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন শাহাজাদী ও তাঁর মা নার্গিস বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার তাঁদের জামিন মঞ্জুর করেন।
৩৯ মিনিট আগেগাভির সঙ্গে দুধ দিচ্ছে ১৯ দিন বয়সী একটি বাছুরও। খামারমালিক হারুনুর রশিদ বলছেন, বাছুরটি প্রতিদিন প্রায় আধা লিটারের মতো দুধ দিচ্ছে। অনেকে বাছুরটি দেখতে আসছেন। কেউ দাঁড়িয়ে দুধ দোহন দেখছেন আবার কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন।
৪২ মিনিট আগে