নরসিংদী প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এ জন্য যেকোনো মূল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পেছনে ঘুরতে হবে। জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারী পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কর্মশালায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলেই নিরাপদ দেশ গড়া সম্ভব। ৩১ দফা বাস্তবায়নের জন্য সব নেতা-কর্মীকে জনগণের কাছাকাছি এবং প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। মায়ের কাছে যেমন একটা দু টাকার জন্য ভনভন করে ঘুরেছেন, তেমনি জনগণের কাছে ভনভন করে ঘুরবেন।’
তারেক রহমান আরও বলেন, ‘৩১ দফা ধর্মগ্রন্থ না, আরও ভালো কিছু নিয়ে কারও কোনো মতামত থাকলে আমরা গ্রহণ করব। তবে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। খাল খনন করে জিয়াউর রহমান পানি সমস্যা সমাধান করেছেন। শিক্ষা, স্বাস্থ্য নিয়ে জিয়াউর রহমান অনুসরণীয়।’
সকাল সাড়ে ১০টা হতে নরসিংদী জেলার কর্মশালা হয় নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে। জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার এক হাজারেরও বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা-কর্মীদের ৩১ দফা–সংক্রান্তে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহত্রাণবিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এ জন্য যেকোনো মূল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পেছনে ঘুরতে হবে। জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারী পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কর্মশালায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলেই নিরাপদ দেশ গড়া সম্ভব। ৩১ দফা বাস্তবায়নের জন্য সব নেতা-কর্মীকে জনগণের কাছাকাছি এবং প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। মায়ের কাছে যেমন একটা দু টাকার জন্য ভনভন করে ঘুরেছেন, তেমনি জনগণের কাছে ভনভন করে ঘুরবেন।’
তারেক রহমান আরও বলেন, ‘৩১ দফা ধর্মগ্রন্থ না, আরও ভালো কিছু নিয়ে কারও কোনো মতামত থাকলে আমরা গ্রহণ করব। তবে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। খাল খনন করে জিয়াউর রহমান পানি সমস্যা সমাধান করেছেন। শিক্ষা, স্বাস্থ্য নিয়ে জিয়াউর রহমান অনুসরণীয়।’
সকাল সাড়ে ১০টা হতে নরসিংদী জেলার কর্মশালা হয় নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে। জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার এক হাজারেরও বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা-কর্মীদের ৩১ দফা–সংক্রান্তে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহত্রাণবিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২১ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
৩০ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
৩৫ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে