গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও শিশুপুত্রের লাশ উদ্ধারের পর চার দিন পেরিয়ে গেলেও মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। গত ৭ জানুয়ারি সন্ধ্যায় এই দুজনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে সন্দেহভাজন হিসেবে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে গত সোমবার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে তাঁকে জিজ্ঞাসাবাদে কী ধরনের তথ্য মিলেছে, সে বিষয়ে গণমাধ্যমকে কিছু জানায়নি পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা যায়নি। রহস্য উদ্ঘাটিত হলে গণমাধ্যমকর্মীদের ডেকে বিস্তারিত জানানো হবে। তবে আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটনসহ অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শাফী মোহাইমেন আজ বুধবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘মা ও শিশুকে হত্যার আলামত পেয়েছি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য রাসায়নিক পরীক্ষাগারে আলামত পাঠানো হয়েছে। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।’
গত ৭ জানুয়ারি সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে রুবিনা ও তাঁর শিশুপুত্র জিহাদের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের সময় বিরিয়ানির প্যাকেট পড়ে ছিল, যার কিছু ছিল খোলা। পরদিন রোববার রাতে নিহতের বাবা সিরাজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। ৯ জানুয়ারি সোমবার ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে নিহতের স্বামী ঝুমন মিয়াকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিহত রুবিনা আক্তার (২২) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার সিরাজ মিয়ার মেয়ে এবং মাদারীপুরের শিবচর উপজেলার হোগলারমাঠ এলাকায় ঝুমন মিয়ার স্ত্রী। মায়ের লাশের পাশ থেকে ছেলে জিহাদের (৪) লাশ উদ্ধার করা হয়। ঝুমন মাওনা এলাকায় ভাড়া থেকে রঙ্গীলা বাজারে ওয়ার্কশপে কাজ করতেন।
গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও শিশুপুত্রের লাশ উদ্ধারের পর চার দিন পেরিয়ে গেলেও মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। গত ৭ জানুয়ারি সন্ধ্যায় এই দুজনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে সন্দেহভাজন হিসেবে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে গত সোমবার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে তাঁকে জিজ্ঞাসাবাদে কী ধরনের তথ্য মিলেছে, সে বিষয়ে গণমাধ্যমকে কিছু জানায়নি পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা যায়নি। রহস্য উদ্ঘাটিত হলে গণমাধ্যমকর্মীদের ডেকে বিস্তারিত জানানো হবে। তবে আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটনসহ অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শাফী মোহাইমেন আজ বুধবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘মা ও শিশুকে হত্যার আলামত পেয়েছি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য রাসায়নিক পরীক্ষাগারে আলামত পাঠানো হয়েছে। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।’
গত ৭ জানুয়ারি সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে রুবিনা ও তাঁর শিশুপুত্র জিহাদের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের সময় বিরিয়ানির প্যাকেট পড়ে ছিল, যার কিছু ছিল খোলা। পরদিন রোববার রাতে নিহতের বাবা সিরাজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। ৯ জানুয়ারি সোমবার ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে নিহতের স্বামী ঝুমন মিয়াকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিহত রুবিনা আক্তার (২২) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার সিরাজ মিয়ার মেয়ে এবং মাদারীপুরের শিবচর উপজেলার হোগলারমাঠ এলাকায় ঝুমন মিয়ার স্ত্রী। মায়ের লাশের পাশ থেকে ছেলে জিহাদের (৪) লাশ উদ্ধার করা হয়। ঝুমন মাওনা এলাকায় ভাড়া থেকে রঙ্গীলা বাজারে ওয়ার্কশপে কাজ করতেন।
সিলেটের বিখ্যাত সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় সরকারি প্রতিষ্ঠানসহ ৫১ ব্যক্তি ও সংস্থার সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও (৪ জন; ৫ আগস্টের পর দায়িত্ব পালনকারী), ওসি, বিজিবির সদস্য ও স্থানীয় বিএনপি, জামায়াত...
৩৭ মিনিট আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে ক্লাস নিয়েছেন কয়েক বছর। তবে এরপর হঠাৎ অনুপস্থিত। পরে জানা গেছে, বিদেশে পাড়ি জমিয়েছেন তাঁরা। এই ঘটনা ঘটেছে মৌলভীবাজারে। এমন শিক্ষকের সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি চাকরি না ছেড়ে এভাবে বিদেশে যাওয়ার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে ৪৮ জনকে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বর থেকে সখীপুর আবাসিক মহিলা কলেজ পর্যন্ত ভাঙা সড়ক সংস্কারে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ এ স্মারকলিপি পেশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী স্মারকলিপিটি গ্রহণ করে সড়ক
২ ঘণ্টা আগেবরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করছিলেন ডিলারের নিযুক্ত লোকজন। উপকারভোগীরা অভিযোগ করেন, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭ কেজি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে ফাতেমা বেগম নামের উপকারভোগী নারী ওজন মেপে দেখেন, চাল কম।
২ ঘণ্টা আগে