নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেট্রোরেলের কোচে ঢিল ছোড়ার ঘটনায় কারা দায়ী তা শনাক্ত করতে না পারায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম ওই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলা নিষ্পত্তি করেছেন।
আজ মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রয়েল জিয়া। তিনি জানান, মেট্রোরেলে ঢিল ছোড়ার মামলাটি তদন্ত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন। সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আদালতকে বাতেন জানিয়েছেন, মেট্রোরেলে ঢিল ছুড়েছিল কারা তা তদন্তে শনাক্ত হয়নি। এ কারণে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলো। তবে ভবিষ্যতে যদি শনাক্ত করা যায় তাহলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
তিনি আরও বলেন, চূড়ান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করার পর গতকাল সোমবার আদালত সেটি গ্রহণ করে মামলা নিষ্পত্তি করেছেন।
গত বছর ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে, মেট্রোরেলে কে বা কারা ঢিল ছোড়ে। এতে কোচটির পূর্বপাশের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলের পাশে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করে কর্তৃপক্ষ।
এ ঘটনায় পরদিন রাতে মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। মেট্রোরেল আইন-২০১৫-এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করা হয়। এতে একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
মেট্রোরেলের প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
মেট্রোরেলের কোচে ঢিল ছোড়ার ঘটনায় কারা দায়ী তা শনাক্ত করতে না পারায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম ওই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলা নিষ্পত্তি করেছেন।
আজ মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রয়েল জিয়া। তিনি জানান, মেট্রোরেলে ঢিল ছোড়ার মামলাটি তদন্ত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন। সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আদালতকে বাতেন জানিয়েছেন, মেট্রোরেলে ঢিল ছুড়েছিল কারা তা তদন্তে শনাক্ত হয়নি। এ কারণে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলো। তবে ভবিষ্যতে যদি শনাক্ত করা যায় তাহলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
তিনি আরও বলেন, চূড়ান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করার পর গতকাল সোমবার আদালত সেটি গ্রহণ করে মামলা নিষ্পত্তি করেছেন।
গত বছর ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে, মেট্রোরেলে কে বা কারা ঢিল ছোড়ে। এতে কোচটির পূর্বপাশের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলের পাশে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করে কর্তৃপক্ষ।
এ ঘটনায় পরদিন রাতে মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। মেট্রোরেল আইন-২০১৫-এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করা হয়। এতে একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
মেট্রোরেলের প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
১৫ মিনিট আগেখুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
১ ঘণ্টা আগেরাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে