Ajker Patrika

মিরপুরে দুই বোনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৫, ০০: ১৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় তাঁদের হত্যা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই নারীকে হত্যা করা হয়েছে। কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আমরা কাজ করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। কিন্তু কীভাবে কেন কারা এই হত্যাকাণ্ড ঘটাল, তার কিছুই জানতে পারিনি। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আশপাশের মানুষ ও স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যার আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত