Ajker Patrika

জাবি শিক্ষক সমিতিকে সিন্ডিকেট নির্বাচনের দাবি জানানোর অনুরোধ

জাবি প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২২: ৫৯
জাবি শিক্ষক সমিতিকে সিন্ডিকেট নির্বাচনের দাবি জানানোর অনুরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতিকে উপাচার্যের কাছে ডিন, সিন্ডিকেটসহ বিভিন্ন নির্বাচনের দাবি জানানোর অনুরোধ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ বুধবার দুপুর ১২টায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ বরাবর এ আবেদন জানানো হয়।

শিক্ষক ফোরামের পক্ষে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহছান স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়, ‘আমরা বিশ্বাস করি দীর্ঘদিন বিভিন্ন গণতান্ত্রিক পর্ষদের দায়িত্বে থাকা বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রহীনতায় বিচলিত হবেন এবং নিষ্ঠার পরিচয় দিয়ে আগামী ১৫ দিনের মধ্যেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।’ 

এতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পর্ষদগুলো সিনেট, সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ, ডিন, অর্থ কমিটি ইত্যাদির মেয়াদ পাঁচ বছর আগে ২০১৮ সালে উত্তীর্ণ হয়েছে। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত করতে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নজরে আসেনি। 

নির্বাচন না দিয়ে গণহারে নিয়োগ দেওয়ার বিষয়ে বলা হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত না করে বিভিন্ন বিভাগ, অফিস ও আবাসিক হলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ দেওয়ায় ১৯৭৩–এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। 

আবেদনপত্রের বিষয়ে অধ্যাপক সৈয়দ কামরুল আহছান বলেন, ‘আশা রাখি কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যেই পর্ষদগুলোর নির্বাচন দেবে। ছাত্র সংসদের মতো শিক্ষকদের গণতান্ত্রিক ধারা যেন হারিয়ে না যায়, সে জন্যই শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যের কাছে এ দাবি জানানোর অনুরোধ করা হয়েছে।’ 

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শামীম কায়সার বলেন, ‘বছরের প্রথম সভাতেই শিক্ষক সমিতি প্রশাসনের কাছে বিভিন্ন পর্ষদে নির্বাচনের দাবি জানানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে বিভিন্ন নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার দাবি জানাব।’ 

উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘আমি প্যানেল নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেয়েছি। তাই গণতন্ত্র রক্ষা করা আমার কর্তব্য। আমি সময়মতো নির্বাচনের ব্যবস্থা করব। তবে প্রথম দিকে প্রশাসনিক কর্মকাণ্ড গুছিয়ে নেওয়া ও সমাবর্তন আয়োজনের কারণে সেটি একটু দেরি হয়েছে। আবার ছুটির মধ্যে প্রশাসনিক নির্বাচনের কোনো রেওয়াজ নেই। এর মধ্যেই চেষ্টা করা হবে নির্বাচন সম্পন্ন করার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত