উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলারসহ দুই বিদেশগামী যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত দুই যাত্রী হলেন—মাহমুদা ফিরোজ ও মেহেমেট রেমজি।
বিমানবন্দরের বোর্ডিং গেট ৭ ও ১০ থেকে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ও রাত সাড়ে ৯টায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির আজ বৃহস্পতিবার সকালে বলেন, ‘এমিরেটস এবং টার্কিশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্থানকালে ২ লাখ ৩০ হাজার ৫০০ ইউএস ডলারসহ তুর্কি পাসপোর্টধারী একজনসহ দুজন যাত্রীকে অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সহযোগিতায় আটক করা হয়েছে।’
সানোয়ারুল কবির বলেন, ‘এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৭ ফ্লাইটের যাত্রী মাহমুদা ফিরোজকে বোর্ডিং গেট থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩০ হাজার ৫০০ ইউএস ডলার জব্দ করা হয়।’
এই কাস্টমস কর্মকর্তা বলেন, ‘অপর আরেক অভিযানে তুর্কি পাসপোর্টধারী টার্কিস এয়ারলাইনসের টিকে ৭১৩ ফ্লাইটের যাত্রী মেহেমেট রেমযিকে ওই দিন রাত সাড়ে ৯টায় বিমানবন্দরের বোর্ডিং গেট ১০ থেকে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারসহ আটক করা হয়েছে। পরে তাঁর দেহ তল্লাশি করে আরও ৮০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়।’
ডিসি সানোয়ারুল কবির বলেন, ‘আটক হওয়া দুই যাত্রী কোনো প্রকার বৈধ ঘোষণা ছাড়া এসব বৈদেশিক মুদ্রা নিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন। তাই তাঁদের বিমানবন্দর থানায় সোপর্দ করে পৃথক ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে কাস্টমস আইনেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সঙ্গে জব্দকৃত এসব ইউএস ডলার কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলারসহ দুই বিদেশগামী যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত দুই যাত্রী হলেন—মাহমুদা ফিরোজ ও মেহেমেট রেমজি।
বিমানবন্দরের বোর্ডিং গেট ৭ ও ১০ থেকে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ও রাত সাড়ে ৯টায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির আজ বৃহস্পতিবার সকালে বলেন, ‘এমিরেটস এবং টার্কিশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্থানকালে ২ লাখ ৩০ হাজার ৫০০ ইউএস ডলারসহ তুর্কি পাসপোর্টধারী একজনসহ দুজন যাত্রীকে অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সহযোগিতায় আটক করা হয়েছে।’
সানোয়ারুল কবির বলেন, ‘এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৭ ফ্লাইটের যাত্রী মাহমুদা ফিরোজকে বোর্ডিং গেট থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩০ হাজার ৫০০ ইউএস ডলার জব্দ করা হয়।’
এই কাস্টমস কর্মকর্তা বলেন, ‘অপর আরেক অভিযানে তুর্কি পাসপোর্টধারী টার্কিস এয়ারলাইনসের টিকে ৭১৩ ফ্লাইটের যাত্রী মেহেমেট রেমযিকে ওই দিন রাত সাড়ে ৯টায় বিমানবন্দরের বোর্ডিং গেট ১০ থেকে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারসহ আটক করা হয়েছে। পরে তাঁর দেহ তল্লাশি করে আরও ৮০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়।’
ডিসি সানোয়ারুল কবির বলেন, ‘আটক হওয়া দুই যাত্রী কোনো প্রকার বৈধ ঘোষণা ছাড়া এসব বৈদেশিক মুদ্রা নিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন। তাই তাঁদের বিমানবন্দর থানায় সোপর্দ করে পৃথক ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে কাস্টমস আইনেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সঙ্গে জব্দকৃত এসব ইউএস ডলার কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।’
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
৪ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে