Ajker Patrika

সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫: ২৮
সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধে রিট

চলমান বৈশ্বিক সংকটে অপ্রয়োজনীয় সরকারি সফর বন্ধে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ রোববার বরিশালের বাসিন্দা এ এস এম আল সনেটের পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। সরকারি প্রজ্ঞাপন অমান্য করে বিদেশ যাওয়ার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তও চাওয়া হয়েছে রিটে।

রিটে কৃষি মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব, অর্থসচিব ও দুদকের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশভ্রমণ বন্ধ করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে আবেদনে।

ব্যারিস্টার সুমন বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে গত ১০ মে বিদেশে অপ্রয়োজনীয় সফর বন্ধে সরকার নির্দেশনা জারি করেছে। তার পরও যে যেভাবে পারছেন বিদেশে যাচ্ছেন। বিদেশ সফর বন্ধের প্রজ্ঞাপনের পরও ৩০টি জিও হয়েছে। একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিব বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিদেশে যাবেন বলে জিও (সরকারি আদেশ) জারি করা হয়েছে। নেদারল্যান্ডসে মেলায় যাবেন কৃষি মন্ত্রণালয় থেকে। কিছু লোক নিয়ে যাওয়া হচ্ছে মেলায় গাছে পানি দেওয়ার জন্য। সংকটের সময় এসব বন্ধ হওয়া দরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত