নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুদসহ ঋণের ৫১ কোটি টাকা ব্রাক ব্যাংককে পরিশোধ করলে কুষ্টিয়ার ব্যবসায়ী শফিকুল ইসলামকে তাঁর ১২৩ কোটি টাকার সম্পত্তি বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৬ মাসের মধ্যে ব্রাক ব্যাংককের দাবি করা ওই অর্থ পরিশোধ করতে ব্যবসায়ী শফিকুল ইসলামকে বলা হয়েছে। সেইসঙ্গে ওই সম্পত্তি নিলাম ক্রয়কারী ব্যবসায়ী আব্দুর রশিদকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে ব্যবসায়ী শফিকুলকে নির্দেশ দেওয়া হয়েছে। আর অর্থ পরিশোধ করতে না পারলে নিলাম কার্যক্রম স্থগিত চেয়ে শফিকুলের পক্ষে হাইকোর্টের রিট খারিজ হয়ে যাবে।
হাইকোর্টের আদেশ ও আদালত অবমাননার অভিযোগের বিরুদ্ধে ব্যবসায়ী আব্দুর রশিদের করা লিভ টু আপিলের শুনানি করে আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
ব্যবসায়ী শফিকুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি বলেন, শফিকুলের কাছে ব্রাক ব্যাংকের দাবি করা ৫১ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই সাড়ে চার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা ৬ মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। আর এই ৬ মাস হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে বলে জানান তিনি।
জানা যায়, ব্যবসায়ী শফিকুলের করা রিটের প্রেক্ষিতে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের নিলাম কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে এক মাসের মধ্যে ২০ কোটি টাকা ব্র্যাক ব্যাংককে পরিশোধ করতে বলা হয়। এছাড়া এক বছরের মধ্যে আরও ৬ কোটি টাকা পরিশোধ করতে বলা হয় ঋণগ্রহীতা শফিকুল ইসলামকে। তবে আদালতের আদেশ লঙ্ঘন করে ১৩৩ কোটি টাকার সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করা হয় কুষ্টিয়ার বিশিষ্ট চাল ব্যবসায়ী আব্দুল রশিদের মালিকানাধীন রশিদ এন্টারপ্রাইজের কাছে।
ওই ঘটনায় নিলামের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন ব্যবসায়ী শফিকুল। আদালত অবমাননার আবেদনের প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম, সদর থানার ওসি মো. সাব্বিরুল আলম ও নিলামে সম্পত্তি নেওয়া ব্যবসায়ী আব্দুল রশিদকে তলব করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এসব আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ব্যবসায়ী আব্দুর রশিদ। যে আবেদনের ওপর আজ শুনানি হয়।
সুদসহ ঋণের ৫১ কোটি টাকা ব্রাক ব্যাংককে পরিশোধ করলে কুষ্টিয়ার ব্যবসায়ী শফিকুল ইসলামকে তাঁর ১২৩ কোটি টাকার সম্পত্তি বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৬ মাসের মধ্যে ব্রাক ব্যাংককের দাবি করা ওই অর্থ পরিশোধ করতে ব্যবসায়ী শফিকুল ইসলামকে বলা হয়েছে। সেইসঙ্গে ওই সম্পত্তি নিলাম ক্রয়কারী ব্যবসায়ী আব্দুর রশিদকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে ব্যবসায়ী শফিকুলকে নির্দেশ দেওয়া হয়েছে। আর অর্থ পরিশোধ করতে না পারলে নিলাম কার্যক্রম স্থগিত চেয়ে শফিকুলের পক্ষে হাইকোর্টের রিট খারিজ হয়ে যাবে।
হাইকোর্টের আদেশ ও আদালত অবমাননার অভিযোগের বিরুদ্ধে ব্যবসায়ী আব্দুর রশিদের করা লিভ টু আপিলের শুনানি করে আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
ব্যবসায়ী শফিকুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি বলেন, শফিকুলের কাছে ব্রাক ব্যাংকের দাবি করা ৫১ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই সাড়ে চার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা ৬ মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। আর এই ৬ মাস হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে বলে জানান তিনি।
জানা যায়, ব্যবসায়ী শফিকুলের করা রিটের প্রেক্ষিতে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের নিলাম কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে এক মাসের মধ্যে ২০ কোটি টাকা ব্র্যাক ব্যাংককে পরিশোধ করতে বলা হয়। এছাড়া এক বছরের মধ্যে আরও ৬ কোটি টাকা পরিশোধ করতে বলা হয় ঋণগ্রহীতা শফিকুল ইসলামকে। তবে আদালতের আদেশ লঙ্ঘন করে ১৩৩ কোটি টাকার সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করা হয় কুষ্টিয়ার বিশিষ্ট চাল ব্যবসায়ী আব্দুল রশিদের মালিকানাধীন রশিদ এন্টারপ্রাইজের কাছে।
ওই ঘটনায় নিলামের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন ব্যবসায়ী শফিকুল। আদালত অবমাননার আবেদনের প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম, সদর থানার ওসি মো. সাব্বিরুল আলম ও নিলামে সম্পত্তি নেওয়া ব্যবসায়ী আব্দুল রশিদকে তলব করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এসব আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ব্যবসায়ী আব্দুর রশিদ। যে আবেদনের ওপর আজ শুনানি হয়।
কুমার নদ বেষ্টিত দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। সালথা উপজেলার ওই এলাকার বাসিন্দাদের নিকটবর্তী উপজেলার শহর মুকসুদপুর। এই উপজেলা শহরেই উৎপাদিত কৃষি ফসল বিক্রিসহ নিত্যদিনের যোগাযোগ রয়েছে তাঁদের। এছাড়া মুকসুদপুরের কৃষ্ণাদিয়া গ্রামের নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে কামারদিয়া গ্রামে।
১ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখতে হবে। কিন্তু সরকারি এ নিয়মের তোয়াক্কা করেন না রংপুর সদরের মমিনপুর ইউনিয়নের হাজরা হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কুমার। স্থানীয়দের অভিযোগ, তিনি নিজের খেয়ালখুশি মতো বিদ্যালয় ছুটি দেন।
১ ঘণ্টা আগেপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু তোলার কাজ। বিশেষ করে উপজেলার সাঁও, চাওয়াই ও করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে নির্বিচারে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে এবং আশঙ্কা দেখা দিয়েছে ভয়াবহ ভাঙনের। নদীর দুই তীর, ফসলি জম
৮ ঘণ্টা আগেচলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরনের মাধ্যমে উপজেলা আনসার কোম্পানির প্রশিক্ষণ ধারণাকে ঢেলে সাজিয়ে একটি জাতীয় নিরাপত্তা প্লাটফর্মে আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১০ ঘণ্টা আগে