উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় ফুটপাত দখল করে দোকান পাঠ তৈরি করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ। অভিযানকালে প্রায় বিশটি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়।
উত্তরার রাজলক্ষ্মী এবং তার আশপাশের ৩ নম্বর সেক্টরে সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসিসি ভ্রমর আদালতের নেতৃত্ব দেন অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহ কর্মকর্তা মো. জুলকার নায়ন। এ সময় ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি টিম সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রাজলক্ষ্মী ও তার আশপাশের সুপারশপ, ইফতারির দোকান ও বাজার পরিদর্শন করা হয়। অভিযানকালে ইফতার সামগ্রী খোলা রাখা ও ফুটপাত দখল করায় স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনে তিন দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইয় বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রাজলক্ষ্মী ও তার আশপাশের এলাকার ফুটপাত দখল করে দোকান পাট তৈরি করার অভিযোগে ১৫ থেকে ২০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে জুলকার নায়ন বলেন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযান করতে এরই মধ্যে আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই উচ্ছেদ অভিযান শুরু হবে।
রাজধানীর উত্তরায় ফুটপাত দখল করে দোকান পাঠ তৈরি করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ। অভিযানকালে প্রায় বিশটি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়।
উত্তরার রাজলক্ষ্মী এবং তার আশপাশের ৩ নম্বর সেক্টরে সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসিসি ভ্রমর আদালতের নেতৃত্ব দেন অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহ কর্মকর্তা মো. জুলকার নায়ন। এ সময় ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি টিম সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রাজলক্ষ্মী ও তার আশপাশের সুপারশপ, ইফতারির দোকান ও বাজার পরিদর্শন করা হয়। অভিযানকালে ইফতার সামগ্রী খোলা রাখা ও ফুটপাত দখল করায় স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনে তিন দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইয় বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রাজলক্ষ্মী ও তার আশপাশের এলাকার ফুটপাত দখল করে দোকান পাট তৈরি করার অভিযোগে ১৫ থেকে ২০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে জুলকার নায়ন বলেন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযান করতে এরই মধ্যে আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই উচ্ছেদ অভিযান শুরু হবে।
চট্টগ্রাম নগরের রুমঘাটা এলাকার চাক্তাই খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে কোতোয়ালি থানাধীন সিঅ্যান্ডবি পোলসংলগ্ন রুমঘাটার পেছনের চাক্তাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় বাসিন্দারা মরদেহ ভাসতে দেখে পুলিশে
২ মিনিট আগেজাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।’ শনিবার দুপুরে যশোরে বাংলাদে
৩ মিনিট আগেসমুদ্রসৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটির আশপাশের দৃশ্য দেখে বোঝা গেল, এটি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকা থেকে ধারণ করা হয়ে
৫ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গিয়ে তোপের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় তাঁর ওপর চড়াও হন ফুটপাত দখলকারী দোকানদারেরা।
১০ মিনিট আগে