গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই বাসের সুপারভাইজার ও ট্রাকচালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে নিহতদের মরদেহ কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিহতরা হলের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের বাসিন্দা ও বাসের সুপারভাইজার আশিক, গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামের বাসিন্দা ও বাসযাত্রী নিজাম উদ্দিন সরদার এবং ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছাতুল গ্রামের বাসিন্দা ও ট্রাকেরচালক সোহাগ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
গোপালগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই বাসের সুপারভাইজার ও ট্রাকচালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে নিহতদের মরদেহ কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিহতরা হলের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের বাসিন্দা ও বাসের সুপারভাইজার আশিক, গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামের বাসিন্দা ও বাসযাত্রী নিজাম উদ্দিন সরদার এবং ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছাতুল গ্রামের বাসিন্দা ও ট্রাকেরচালক সোহাগ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি। কিন্তু সেটির দুটি দিক আছে। একটা হলো সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। দ্বিতীয়টিকে বলা যায়, কণ্টকময় পথ পাড়ি দিয়ে সাসটেইনেবল অ্যাচিভমেন্ট অর্জন করা।
৪ মিনিট আগেযদিও নোটিশে নির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি, তবে বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, গত মঙ্গলবার ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। ওই দিন দায়িত্বপ্রাপ্ত ডিলার ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চাল বিতরণের সময় মোক্তার হোসেনকে প্রতি উপকারভোগীকে ৩০ কেজির বদলে এক কেজি
২৩ মিনিট আগেনিখোঁজ শফিকুল ইসলামের ভাই শেখ নবীউল্লাহ বলেন, ‘গত বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জরুরি প্রয়োজনে শফিকুল ভাই বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর পাইকপাড়া চৌরাস্তার মোড় থেকে তিনি নিখোঁজ হন। ছেলের অপেক্ষায় মধ্যরাত পর্যন্ত আমার বৃদ্ধ মা বারান্দায় বসেছিলেন।
৩৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখা। আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা
৩৮ মিনিট আগে