Ajker Patrika

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩ 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৪: ০৮
গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩ 

গোপালগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সময় পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই বাসের সুপারভাইজার ও ট্রাকচালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে নিহতদের মরদেহ কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিহতরা হলের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের বাসিন্দা ও বাসের সুপারভাইজার আশিক, গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামের বাসিন্দা ও বাসযাত্রী নিজাম উদ্দিন সরদার এবং ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছাতুল গ্রামের বাসিন্দা ও ট্রাকেরচালক সোহাগ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত