নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন অনেকেই। ফলে ভেতরে চিরাচরিত যানজট না থাকলেও রাজধানীর অন্যতম প্রবেশমুখ সায়েদাবাদে মানুষ ও যানবাহনের প্রচণ্ড চাপ দেখা গেছে। সায়েদাবাদের বাসের জট গোলাপবাগ, টিটিপাড়া পার হয়ে মুগদা পর্যন্ত চলে গেছে। বাস টার্মিনালেও দেখা গেছে ঘরমুখী মানুষের চাপ। যে যেভাবে পারছে বাসে উঠে রওনা দিচ্ছে গন্তব্যে।
আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মুগদা থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল পর্যন্ত প্রচণ্ড যানজট। তুরাগ বাসের চালক শাহীন আলম আজকের পত্রিকাকে জানান, সকাল ৭টা থেকেই এই রাস্তায় জ্যাম। তিনি বলেন, সকালে এই রাস্তায় মুগদা থেকে যাত্রাবাড়ী মোড়ে যেতে তিন ঘণ্টা লেগেছে।
রাইদা বাসে করে সায়েদাবাদ যাচ্ছিলেন পটুয়াখালীগামী নূর ইসলাম। তিন শিশুসহ সঙ্গে আছে সাতজন। তিনি বলেন, ‘মা–বাবা বাড়িতে। তাঁদের সঙ্গেই ঈদটা করতে চাই, তাই সবাই মিলে যাচ্ছি। কিন্তু এখানে যা জ্যাম, সারা রাস্তায় কী অবস্থা হবে জানি না।’
মানুষের চাপ থাকলেও সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টারগুলোতে বাস ও টিকিটের সংকট নেই বলে জানিয়েছেন কাউন্টার মাস্টাররা। তবে বেশ কিছু যাত্রী অভিযোগ করেছেন নোয়াখালী, ফেনীর মতো স্বল্প দূরত্বের টিকিট পাচ্ছেন না। বাসাবোর বাসিন্দা সাইয়েদা আকতার ফেনী যেতে চট্টগ্রামের বাসে উঠতে চাইলে তাঁর কাছে চট্টগ্রামের ভাড়া দাবি করা হয়েছে বলে জানান তিনি। সাইয়েদা বলেন, ‘ফেনী নামলেও চট্টগ্রামের ভাড়াই দিতে হবে। তাই কুমিল্লায় গিয়ে ফেনী যাব।’
এসে টিকিট কাটতে কিছুটা ভোগান্তির শিকার হলেও সবাই টিকিট পাচ্ছেন। তবে আগে থেকে টিকিট কিনে রাখা যাত্রীরা বেশ সহজেই রাজধানী ছাড়তে পারছেন বলে জানিয়েছেন। চাকরিজীবী মো. মিলন বলেন, ‘বাসের টিকিট নিয়ে কোনো ভোগান্তি হয়নি। আগে থেকেই টিকিট কেটে রাখছিলাম। বাসও সময়মতো আসছে।’
সেঁজুতি ট্রাভেলসের বিক্রয় প্রতিনিধি রবিন রয় আজকের পত্রিকাকে জানান, সকাল থেকেই সায়েদাবাদে ঘরমুখী যাত্রীদের ব্যাপক চাপ। তিনি বলেন, ‘চাপ থাকলেও টিকিটের কোনো সংকট নাই। বাসের শিডিউলও ফাঁসছে না। জ্যামের কারণে বাস আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা বাস আসার বিকল্প রাস্তার চিন্তা করছি।’
হানিফ এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি অজয় বলেন, ‘হঠাৎ চাপ অনেক বেড়ে যাওয়ায় সংকট তো কিছুটা হবেই। আমরা গাড়ির শিডিউল ঠিক রাখার চেষ্টা করছি। কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সবারই যাওয়ার ব্যবস্থা হবে।’
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন অনেকেই। ফলে ভেতরে চিরাচরিত যানজট না থাকলেও রাজধানীর অন্যতম প্রবেশমুখ সায়েদাবাদে মানুষ ও যানবাহনের প্রচণ্ড চাপ দেখা গেছে। সায়েদাবাদের বাসের জট গোলাপবাগ, টিটিপাড়া পার হয়ে মুগদা পর্যন্ত চলে গেছে। বাস টার্মিনালেও দেখা গেছে ঘরমুখী মানুষের চাপ। যে যেভাবে পারছে বাসে উঠে রওনা দিচ্ছে গন্তব্যে।
আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মুগদা থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল পর্যন্ত প্রচণ্ড যানজট। তুরাগ বাসের চালক শাহীন আলম আজকের পত্রিকাকে জানান, সকাল ৭টা থেকেই এই রাস্তায় জ্যাম। তিনি বলেন, সকালে এই রাস্তায় মুগদা থেকে যাত্রাবাড়ী মোড়ে যেতে তিন ঘণ্টা লেগেছে।
রাইদা বাসে করে সায়েদাবাদ যাচ্ছিলেন পটুয়াখালীগামী নূর ইসলাম। তিন শিশুসহ সঙ্গে আছে সাতজন। তিনি বলেন, ‘মা–বাবা বাড়িতে। তাঁদের সঙ্গেই ঈদটা করতে চাই, তাই সবাই মিলে যাচ্ছি। কিন্তু এখানে যা জ্যাম, সারা রাস্তায় কী অবস্থা হবে জানি না।’
মানুষের চাপ থাকলেও সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টারগুলোতে বাস ও টিকিটের সংকট নেই বলে জানিয়েছেন কাউন্টার মাস্টাররা। তবে বেশ কিছু যাত্রী অভিযোগ করেছেন নোয়াখালী, ফেনীর মতো স্বল্প দূরত্বের টিকিট পাচ্ছেন না। বাসাবোর বাসিন্দা সাইয়েদা আকতার ফেনী যেতে চট্টগ্রামের বাসে উঠতে চাইলে তাঁর কাছে চট্টগ্রামের ভাড়া দাবি করা হয়েছে বলে জানান তিনি। সাইয়েদা বলেন, ‘ফেনী নামলেও চট্টগ্রামের ভাড়াই দিতে হবে। তাই কুমিল্লায় গিয়ে ফেনী যাব।’
এসে টিকিট কাটতে কিছুটা ভোগান্তির শিকার হলেও সবাই টিকিট পাচ্ছেন। তবে আগে থেকে টিকিট কিনে রাখা যাত্রীরা বেশ সহজেই রাজধানী ছাড়তে পারছেন বলে জানিয়েছেন। চাকরিজীবী মো. মিলন বলেন, ‘বাসের টিকিট নিয়ে কোনো ভোগান্তি হয়নি। আগে থেকেই টিকিট কেটে রাখছিলাম। বাসও সময়মতো আসছে।’
সেঁজুতি ট্রাভেলসের বিক্রয় প্রতিনিধি রবিন রয় আজকের পত্রিকাকে জানান, সকাল থেকেই সায়েদাবাদে ঘরমুখী যাত্রীদের ব্যাপক চাপ। তিনি বলেন, ‘চাপ থাকলেও টিকিটের কোনো সংকট নাই। বাসের শিডিউলও ফাঁসছে না। জ্যামের কারণে বাস আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা বাস আসার বিকল্প রাস্তার চিন্তা করছি।’
হানিফ এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি অজয় বলেন, ‘হঠাৎ চাপ অনেক বেড়ে যাওয়ায় সংকট তো কিছুটা হবেই। আমরা গাড়ির শিডিউল ঠিক রাখার চেষ্টা করছি। কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সবারই যাওয়ার ব্যবস্থা হবে।’
ময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
৬ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
৯ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
২০ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
২২ মিনিট আগে