Ajker Patrika

না.গঞ্জে তিন মামলা, একটিতে প্রধান আসামি মামুনুল

প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৯: ৫৩
না.গঞ্জে তিন মামলা, একটিতে প্রধান আসামি মামুনুল

হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক কাণ্ডে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টে হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে পুলিশ বাদি হয়ে দুটি ও আহত এক সাংবাদিক বাদি হয়ে মামলা তিনটি দায়ের করেছেন। একটি মামলায় মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিবুর রহমান তিনটি মামলা নথিভুক্ত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় আরও একাধিক মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

জানা গেছে, সোনারগাঁও থানার উপপরিদর্শক ইয়াউর বাদি হয়ে সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও রয়্যাল রিসোর্ট ভাঙচুরের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মামুনুল হককে। এছাড়া এ মামলায় সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম.এ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, মোগরাপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মহিউদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব ইকবাল হোসেন সহ হেফাজত ইসলামের উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

সোনারগাঁও থানার উপপরিদর্শক আরিফ হাওলাদার বাদি হয়ে যানবাহনে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় মামলাটি করেন। এ মামলায় ৪২ জনের নাম উল্লেখ ও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় হেফাজত ইসলাম, জাতীয় পার্টি ও বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ রয়েছে।

অপর মামলাটি করেন হেফাজত ইসলামের কর্মীদের হামলায় আহত স্থানীয় এস.এ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান। এ মামলায় ১৭ জনের নাম উল্লেখ ও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত