Ajker Patrika

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৫: ২৩
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টা থেকে সেখানে বিক্ষোভ চলছে। বিক্ষোভ থেকে দুটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে এবং একটি ভাঙচুর করা হয়েছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ সকালে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার পল্লি বিদ্যুৎ মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্র আন্দোলনের সমন্বয়ক পিয়ার আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী সারফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পিয়ার আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল নূর বলেন, সারা দেশে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ বাহিনী অন্যায়ভাবে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের নির্মমভাবে পিটিয়ে ও গুলি করে গণহত্যা চালিয়েছে। এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমে এসেছি।’

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশ বক্সে আগুনএকই কলেজের শিক্ষার্থী সুচি আক্তার বলেন, ‘সারা দেশে কতটা নির্মমভাবে নারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে নির্যাতন করেছে। সারা দেশে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী নিহত-আহত হয়েছে। অনেক শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। আমরা এ ধরনের কাজের প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, খুনিদের বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ আমরা রাজপথে থাকব।’

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভএ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে।শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত