নারায়ণগঞ্জ প্রতিনিধি
বেলা ৫টায় ঢাকা মেডিকেল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে নিজ কর্মস্থলের সামনে শেষবারের মতো আসলেন শফিকুর রহমান কাজল (৫০)। এ সময় কান্নায় ভেঙে পড়েন তাঁর সহকর্মী ও এলাকার পরিচিত বাসিন্দারা। সদালাপী ও হাসিমুখের মানুষটির এমন মৃত্যু মেনে নিতে পারছেন কেউই।
আজ মঙ্গলবার বিকেলে কাজলের লাশ পৌঁছাতেই কান্না আর ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পুরো এলাকায় ছড়িয়ে যায় শোকের আবহ। একপর্যায়ে অভিযুক্ত আজাহারের ফাঁসির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করেন সহকর্মী ও স্থানীয়রা। বিক্ষোভ শেষে সন্ধ্যায় রেস্তোরাঁর সামনের সড়কে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বন্দরের নবীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে কুশিয়ারা কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
রেস্তোরাঁর কর্মচারী ইব্রাহিম বলেন, ‘ম্যানেজার কাজল ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তাঁর কোনো দোষই ছিল না সেদিন। তিনি গুলির শব্দ শুনে দৌড়ে সামনে আসায় তাকে গুলি করে মেরে ফেলল। আমরা এই খুনির ফাঁসির দাবি জানাই।’
নিহত কাজল নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন। গতকাল সোমবার রাত সোয়া ১০টায় ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার রাত সাড়ে ৯টায় নিজ রেস্তোরাঁয় বাড়ির মালিকের পিস্তল থেকে ছোড়া গুলিতে আহত হন তিনি। একই ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এদিকে রেস্তোরাঁ মালিক শুক্কুর আলীর দায়ের করা মামলায় আসামি আজাহার তালুকদার ও তাঁর ছেলে আরিফ তালুকদার মোহনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করে তাঁদের আদালতে পাঠায় পুলিশ। আজ মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
বেলা ৫টায় ঢাকা মেডিকেল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে নিজ কর্মস্থলের সামনে শেষবারের মতো আসলেন শফিকুর রহমান কাজল (৫০)। এ সময় কান্নায় ভেঙে পড়েন তাঁর সহকর্মী ও এলাকার পরিচিত বাসিন্দারা। সদালাপী ও হাসিমুখের মানুষটির এমন মৃত্যু মেনে নিতে পারছেন কেউই।
আজ মঙ্গলবার বিকেলে কাজলের লাশ পৌঁছাতেই কান্না আর ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পুরো এলাকায় ছড়িয়ে যায় শোকের আবহ। একপর্যায়ে অভিযুক্ত আজাহারের ফাঁসির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করেন সহকর্মী ও স্থানীয়রা। বিক্ষোভ শেষে সন্ধ্যায় রেস্তোরাঁর সামনের সড়কে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বন্দরের নবীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে কুশিয়ারা কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
রেস্তোরাঁর কর্মচারী ইব্রাহিম বলেন, ‘ম্যানেজার কাজল ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তাঁর কোনো দোষই ছিল না সেদিন। তিনি গুলির শব্দ শুনে দৌড়ে সামনে আসায় তাকে গুলি করে মেরে ফেলল। আমরা এই খুনির ফাঁসির দাবি জানাই।’
নিহত কাজল নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন। গতকাল সোমবার রাত সোয়া ১০টায় ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার রাত সাড়ে ৯টায় নিজ রেস্তোরাঁয় বাড়ির মালিকের পিস্তল থেকে ছোড়া গুলিতে আহত হন তিনি। একই ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এদিকে রেস্তোরাঁ মালিক শুক্কুর আলীর দায়ের করা মামলায় আসামি আজাহার তালুকদার ও তাঁর ছেলে আরিফ তালুকদার মোহনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করে তাঁদের আদালতে পাঠায় পুলিশ। আজ মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৫ ঘণ্টা আগে