Ajker Patrika

না.গঞ্জে রেস্তোরাঁয় ঢুকে গুলি: লাশ নিয়ে বিক্ষোভ, আসামি ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০: ৫৫
না.গঞ্জে রেস্তোরাঁয় ঢুকে গুলি: লাশ নিয়ে বিক্ষোভ, আসামি ২ দিনের রিমান্ডে

বেলা ৫টায় ঢাকা মেডিকেল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে নিজ কর্মস্থলের সামনে শেষবারের মতো আসলেন শফিকুর রহমান কাজল (৫০)। এ সময় কান্নায় ভেঙে পড়েন তাঁর সহকর্মী ও এলাকার পরিচিত বাসিন্দারা। সদালাপী ও হাসিমুখের মানুষটির এমন মৃত্যু মেনে নিতে পারছেন কেউই। 

আজ মঙ্গলবার বিকেলে কাজলের লাশ পৌঁছাতেই কান্না আর ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পুরো এলাকায় ছড়িয়ে যায় শোকের আবহ। একপর্যায়ে অভিযুক্ত আজাহারের ফাঁসির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করেন সহকর্মী ও স্থানীয়রা। বিক্ষোভ শেষে সন্ধ্যায় রেস্তোরাঁর সামনের সড়কে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বন্দরের নবীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে কুশিয়ারা কবরস্থানে দাফন করা হয় তাঁকে। 

রেস্তোরাঁর কর্মচারী ইব্রাহিম বলেন, ‘ম্যানেজার কাজল ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তাঁর কোনো দোষই ছিল না সেদিন। তিনি গুলির শব্দ শুনে দৌড়ে সামনে আসায় তাকে গুলি করে মেরে ফেলল। আমরা এই খুনির ফাঁসির দাবি জানাই।’ 

বিক্ষোভ শেষে সন্ধ্যায় রেস্তোরাঁর সামনের সড়কে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়নিহত কাজল নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন। গতকাল সোমবার রাত সোয়া ১০টায় ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার রাত সাড়ে ৯টায় নিজ রেস্তোরাঁয় বাড়ির মালিকের পিস্তল থেকে ছোড়া গুলিতে আহত হন তিনি। একই ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। 

এদিকে রেস্তোরাঁ মালিক শুক্কুর আলীর দায়ের করা মামলায় আসামি আজাহার তালুকদার ও তাঁর ছেলে আরিফ তালুকদার মোহনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করে তাঁদের আদালতে পাঠায় পুলিশ। আজ মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত