Ajker Patrika

শিবপুরে বাস চাপায় দুই নারী পথচারী নিহত, আহত এক

প্রতিনিধি, শিবপুর (নরসিংদী) 
শিবপুরে বাস চাপায় দুই নারী পথচারী নিহত, আহত এক

নরসিংদীর শিবপুরে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তানজিনা আক্তার নামে আরও এক কিশোরী। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় হাজীবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন, শিবপুর উপজেলার শ্রীফুলিয়া গ্রামের কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও সৃষ্টিগড় গ্রামের আয়েছ আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। আহত তানজিনা সম্পর্কে রোকেয়া বেগমের নাতনি। 

ইটখোলা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনার পর বাসে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাপুলিশ ও স্থানীয়রা জানান, সৃষ্টিগড় হাজীবাগান এলাকায় সড়ক পার হওয়ার জন্য সড়কের পাশে দাঁড়ানো ছিলেন দুই নারী ও এক কিশোরী পথচারী। এ সময় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গামী উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে ভুল সাইডে গিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কিশোরী তানজিনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার পর উত্তেজিত হয়ে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। 

ইটাখোলা হাইওয়ে থানার পরিদর্শক নুর হায়দার তালুকদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। 

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. শাহীন আলম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে নরসিংদী ও শিবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের ভেতরের অংশ পুড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত