নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার বেলা ১টার পর থেকে ১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে প্রধান সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। তারা সম্মিলিতভাবে জাতীয় সংগীত গেয়ে আনুষ্ঠানিক বিক্ষোভ শুরু করে।
সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীদের থেকে দূরে মিরপুর–২–এর দিকে পুলিশ অবস্থান নেয়। পরে সোয়া ১টায় মিরপুর মডেল থানার ডিসি, এডিসি, ওসিসহ অন্য পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে ডেকে কথা বলেন। তাঁরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে বলেন। কোনো বহিরাগত এসে যেন কোনো ধরনের সহিংসতা করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের।
পুলিশ কর্মকর্তারা বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। রাষ্ট্রীয় কোনো সম্পত্তির ক্ষতি করবেন না। মিরপুর–১০–এর আশপাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরাও অবস্থান নিয়েছেন। দুই পক্ষের মাঝে কোনো সংঘাত যেন না হয়, তার জন্য পুলিশ সতর্ক আছে।
মিরপুর–১০ ছাড়াও মিরপুর–১২ ডিওএইচএসের ১ নম্বর গেটে একদল অভিভাবক ও শিক্ষার্থী ব্যানার নিয়ে অবস্থান করেন। আন্দোলনকারীরা অবস্থান নিলে মিরপুর–১০ নম্বর গোলচত্বরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের ফুটপাতের দোকান ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়। দুই প্লাটুন বিজিবিও ঘটনাস্থলে উপস্থিত আছে।
গতকাল শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। রোববার থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণাও দিয়েছেন তাঁরা।
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার বেলা ১টার পর থেকে ১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে প্রধান সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। তারা সম্মিলিতভাবে জাতীয় সংগীত গেয়ে আনুষ্ঠানিক বিক্ষোভ শুরু করে।
সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীদের থেকে দূরে মিরপুর–২–এর দিকে পুলিশ অবস্থান নেয়। পরে সোয়া ১টায় মিরপুর মডেল থানার ডিসি, এডিসি, ওসিসহ অন্য পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে ডেকে কথা বলেন। তাঁরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে বলেন। কোনো বহিরাগত এসে যেন কোনো ধরনের সহিংসতা করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের।
পুলিশ কর্মকর্তারা বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। রাষ্ট্রীয় কোনো সম্পত্তির ক্ষতি করবেন না। মিরপুর–১০–এর আশপাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরাও অবস্থান নিয়েছেন। দুই পক্ষের মাঝে কোনো সংঘাত যেন না হয়, তার জন্য পুলিশ সতর্ক আছে।
মিরপুর–১০ ছাড়াও মিরপুর–১২ ডিওএইচএসের ১ নম্বর গেটে একদল অভিভাবক ও শিক্ষার্থী ব্যানার নিয়ে অবস্থান করেন। আন্দোলনকারীরা অবস্থান নিলে মিরপুর–১০ নম্বর গোলচত্বরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের ফুটপাতের দোকান ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়। দুই প্লাটুন বিজিবিও ঘটনাস্থলে উপস্থিত আছে।
গতকাল শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। রোববার থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণাও দিয়েছেন তাঁরা।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
৩ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
১৮ মিনিট আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে