নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মিথ্যা মামলা করায় রুপা আক্তার নামের এক নারীকে দণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ রায় দেন।
গত ৩০ এপ্রিল এ মামলার আসামি পুলিশের কনস্টেবল সাগর মিয়াকে খালাস দেন একই আদালত। সেদিন তাঁর সাবেক স্ত্রী ও মামলার বাদী রুপা আক্তারকে মিথ্যা মামলা করার দায়ে কেন শাস্তি দেওয়া হবে না, তা জানাতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। ১২ মের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো যুক্তিসংগত ব্যাখ্যা না পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আদালত সে দিন আদেশে উল্লেখ করেছিলেন।
বাদী রুপা আক্তার আজ আদালতে লিখিত ব্যাখ্যা জমা দেন। তবে ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাঁকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় সর্বোচ্চ ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। তিনি আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দণ্ডের টাকা পরিশোধ করেন।
রুপা আক্তার তাঁর মামলায় অভিযোগ করেন, ২০২৩ সালের ৯ জুলাই ৪ লাখ টাকা দেনমোহরে পুলিশ কনস্টেবল সাগর মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বাদীকে তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি। সাগরকে স্বর্ণের চেন ও একটি আংটি দেওয়া হয়। কয়েক দিন পর থেকে সাগর ১৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। ওই টাকা না দেওয়ায় বাদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
তবে আদালতে সাক্ষ্য-প্রমাণে বাদীর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মিথ্যা মামলা করায় রুপা আক্তার নামের এক নারীকে দণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ রায় দেন।
গত ৩০ এপ্রিল এ মামলার আসামি পুলিশের কনস্টেবল সাগর মিয়াকে খালাস দেন একই আদালত। সেদিন তাঁর সাবেক স্ত্রী ও মামলার বাদী রুপা আক্তারকে মিথ্যা মামলা করার দায়ে কেন শাস্তি দেওয়া হবে না, তা জানাতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। ১২ মের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো যুক্তিসংগত ব্যাখ্যা না পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আদালত সে দিন আদেশে উল্লেখ করেছিলেন।
বাদী রুপা আক্তার আজ আদালতে লিখিত ব্যাখ্যা জমা দেন। তবে ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাঁকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় সর্বোচ্চ ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। তিনি আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দণ্ডের টাকা পরিশোধ করেন।
রুপা আক্তার তাঁর মামলায় অভিযোগ করেন, ২০২৩ সালের ৯ জুলাই ৪ লাখ টাকা দেনমোহরে পুলিশ কনস্টেবল সাগর মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বাদীকে তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি। সাগরকে স্বর্ণের চেন ও একটি আংটি দেওয়া হয়। কয়েক দিন পর থেকে সাগর ১৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। ওই টাকা না দেওয়ায় বাদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
তবে আদালতে সাক্ষ্য-প্রমাণে বাদীর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
শ্রমিকেরা আজ মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পাশের ইউরো জিনস নামের অন্য একটি পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে বিক্ষোভে অংশ নিতে বলেন। কিন্তু কারখানাটির শ্রমিকেরা বিক্ষোভে অংশ নিতে রাজি না হলে দুই কারখানার শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্
২ মিনিট আগেফয়েজ আহমদ তৈয়্যব বলেন, কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্র বিবেচনায় নিলে দেশে পাঁচ লাখ কিলোমিটার ফাইবার অপটিক কেব্ল নেটওয়ার্ক থাকা প্রয়োজন। কিন্তু দেশে শুধু দেড় লাখ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। আবার বিদ্যমান নেটওয়ার্কের ৭৫ শতাংশই ওভারহেড নেটওয়ার্ক, যা বিভিন্ন দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে।
১০ মিনিট আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মৃত্যুর ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ তারিখ ধার্য করেন।
১৮ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন। তিন দফা এই দাবি আদা না হলে তাঁরা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। আজ বৃহস্পতিবার দুপুরে ববির মূল ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগে