Ajker Patrika

গোপালগঞ্জের গৃহবধূ জাকিয়া হত্যা মামলার রায় পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৬: ১৭
গোপালগঞ্জের গৃহবধূ জাকিয়া হত্যা মামলার রায় পিছিয়েছে

গোপালগঞ্জের বেদগ্রামের গৃহবধূ জাকিয়া মল্লিক হত্যা মামলার রায় পিছিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন অসুস্থ থাকায় রায়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়। গত ১৩ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছিল।

ঘটনার বিবরণে জানা যায়, ২০০৫ সালে জাকিয়া বেগমের সঙ্গে মোর্শেদায়ান নিশানের বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর নিশান জাকিয়ার বোনের কাছে যৌতুক দাবি করেন। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। এর ধারবাহিকতায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে জাকিয়া বেগমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় জাকিয়ার বাবা গোপালগঞ্জের ব্যবসায়ী জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মোর্শেদায়ান নিশানকে প্রধান আসামি করে মামলা করেন। এ ছাড়া এহসান সুজন, আনিচুর ও হাসান শেখকে মামলাটিতে আসামি করা হয়।

মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৯ জুন পুলিশ এই চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর চাঞ্চল্যকর হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়।

এই মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে মোট ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত