শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাইকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাতে লেখা দুটি চিঠি পাওয়ার পর পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ইউএনও।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে ২টি চিঠি অফিসে গ্রহণ করা হয়। খুলে দেখি আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়ে চিঠি লেখা হয়েছে। তবে কে বা কারা চিঠিটি লিখেছে তা উল্লেখ নেই।
মনদীপ ঘরাই আরও জানান, সম্প্রতি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শরীয়তপুরে বেশ কিছু অবৈধ ড্রেজার উচ্ছেদ ও বিনষ্ট করা হয়। চিঠিতে ড্রেজার নষ্ট করে চিঠি প্রদানকারীর ক্ষতি সাধন করা হয়েছে উল্লেখ করা হয়। এছাড়াও মাদকের বিষয়েও বিভিন্ন তৎপরতা নিয়ে তাদের ক্ষোভের কথা তারা উল্লেখ করেছে চিঠিতে। এছাড়াও চিঠিতে বেশ কিছু বিষয়ে তাদের আপত্তির কথা তারা উল্লেখ করেছেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
পালং মডেল থানার ওসি আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ডাক বিভাগের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাতে লেখা দুটি চিঠি পাঠানো হয়। তিনি চিঠি দুইটি পড়ে সেখানে বেশ কিছু অসংগতি পেয়েছেন।
একটি চিঠিতে সরাসরি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপর তিনি আমাকে বিষয়টি জানান এবং পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। আশা করি তদন্ত শেষে পুরো বিষয়টি বেরিয়ে আসবে।
শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাইকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাতে লেখা দুটি চিঠি পাওয়ার পর পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ইউএনও।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে ২টি চিঠি অফিসে গ্রহণ করা হয়। খুলে দেখি আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়ে চিঠি লেখা হয়েছে। তবে কে বা কারা চিঠিটি লিখেছে তা উল্লেখ নেই।
মনদীপ ঘরাই আরও জানান, সম্প্রতি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শরীয়তপুরে বেশ কিছু অবৈধ ড্রেজার উচ্ছেদ ও বিনষ্ট করা হয়। চিঠিতে ড্রেজার নষ্ট করে চিঠি প্রদানকারীর ক্ষতি সাধন করা হয়েছে উল্লেখ করা হয়। এছাড়াও মাদকের বিষয়েও বিভিন্ন তৎপরতা নিয়ে তাদের ক্ষোভের কথা তারা উল্লেখ করেছে চিঠিতে। এছাড়াও চিঠিতে বেশ কিছু বিষয়ে তাদের আপত্তির কথা তারা উল্লেখ করেছেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
পালং মডেল থানার ওসি আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ডাক বিভাগের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাতে লেখা দুটি চিঠি পাঠানো হয়। তিনি চিঠি দুইটি পড়ে সেখানে বেশ কিছু অসংগতি পেয়েছেন।
একটি চিঠিতে সরাসরি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপর তিনি আমাকে বিষয়টি জানান এবং পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। আশা করি তদন্ত শেষে পুরো বিষয়টি বেরিয়ে আসবে।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২১ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
৩০ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
৩৫ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে