Ajker Patrika

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকল

নিজস্ব প্রতিবেদক
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকল

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভর্তিতে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এ রায় দেন।

এ ছাড়া বাতিল হওয়া আসনগুলোতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে ভর্তির ক্ষেত্রে কোনো অনিয়ম ছিল কিনা, তা তদন্তের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে এমন একজনকে প্রধান করতে বলা হয়েছে যিনি পদমর্যাদায় অতিরিক্ত সচিবের নিচে নন। ওই কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রতিনিধি ও বুয়েটের একজন কারিগরি বিশেষজ্ঞকে রাখতে বলা হয়েছে।

হাইকোর্ট বলেছেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নীতিমালায় উল্লিখিত বয়সসীমার ব্যত্যয় ঘটিয়ে ১৬৯ শিক্ষার্থীকে ভর্তির বিষয়টি প্রমাণিত হয়েছে।

রিট আবেদনকারী দুই অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী কাজী মাঈনুল হাসান। ১৬৯ শিক্ষার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আর ভিকারুননিসা স্কুলের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম।

রায়ের পর সায়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, ‘ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলাপ করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তির অভিযোগ তুলে প্রথম শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক দুই শিক্ষার্থীর অভিভাবক গত ১৪ জানুয়ারি রিট করেন। এরপর ২৩ জানুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে ভর্তি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে ১৩৬ জন অভিভাবক আরেকটি রিট করেন। এতে গত ২৫ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। পৃথক রুলের ওপর একসঙ্গে শুনানি শেষে আজ মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করে দিয়েছিলেন হাইকোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত