Ajker Patrika

পাইলট নিয়োগে অনিয়ম: স্বাধীন তদন্ত কমিটি গঠনে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাইলট নিয়োগে অনিয়ম: স্বাধীন তদন্ত কমিটি গঠনে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ বিমানে পাইলট নিয়োগ ও বিমান পরিচালনায় অনিয়মের অভিযোগ তদন্তে স্বাধীন কমিটি গঠন করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে স্বাধীন তদন্ত কমিটি গঠনে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ সোমবার এ নোটিশ পাঠান।

এর আগে বিমানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অনিয়মের তদন্ত চেয়েছে পাইলটদের সংগঠন বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)। এই বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছে বাপার নির্বাহী কমিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত