গাজীপুর প্রতিনিধি
পরিবেশবাদীদের দাবি ও নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে গাজীপুর সিটি করপোরেশন মোঘর খাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কার্যক্রম চলছে।
আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে খালের উৎসমুখে অভিযান শুরু হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোগড়া থেকে শুরু হয়ে মোঘর খাল পূর্ব চান্দনা, খাইলকুর, হায়দরাবাদ হয়ে হায়দরাবাদ খালে মিলিত হয় এবং পরে নিমতলী খাল হয়ে টঙ্গী নদীতে পতিত হয়। ম্যাপে এটি ‘গাছা খাল’ নামে চিহ্নিত। মহানগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে এ খাল গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দূষণে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল।
কলকারখানার রাসায়নিক বর্জ্য ও দখলদারির কারণে খালটির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। এ কারণে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে খালটির পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিল।
সিটি করপোরেশন সেনাবাহিনীর সহায়তায় সীমানা নির্ধারণ করে খালের অবৈধ দখল উচ্ছেদ, খনন ও ময়লা অপসারণ শুরু করেছে। অপসারিত মাটি ও বর্জ্য খালের পাশে না রেখে সরাসরি ট্রাকে করে ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘খালটি মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিল। দীর্ঘদিনের দাবির পর পুনরুদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় আমরা সিটি করপোরেশনকে সাধুবাদ জানাই। তবে টেকসই করতে হলে স্থায়ীভাবে সীমানা নির্ধারণ ও বর্জ্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খালটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হলে আশপাশের মানুষের দুর্ভোগ লাঘব হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
পরিবেশবাদীদের দাবি ও নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে গাজীপুর সিটি করপোরেশন মোঘর খাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কার্যক্রম চলছে।
আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে খালের উৎসমুখে অভিযান শুরু হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোগড়া থেকে শুরু হয়ে মোঘর খাল পূর্ব চান্দনা, খাইলকুর, হায়দরাবাদ হয়ে হায়দরাবাদ খালে মিলিত হয় এবং পরে নিমতলী খাল হয়ে টঙ্গী নদীতে পতিত হয়। ম্যাপে এটি ‘গাছা খাল’ নামে চিহ্নিত। মহানগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে এ খাল গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দূষণে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল।
কলকারখানার রাসায়নিক বর্জ্য ও দখলদারির কারণে খালটির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। এ কারণে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে খালটির পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিল।
সিটি করপোরেশন সেনাবাহিনীর সহায়তায় সীমানা নির্ধারণ করে খালের অবৈধ দখল উচ্ছেদ, খনন ও ময়লা অপসারণ শুরু করেছে। অপসারিত মাটি ও বর্জ্য খালের পাশে না রেখে সরাসরি ট্রাকে করে ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘খালটি মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিল। দীর্ঘদিনের দাবির পর পুনরুদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় আমরা সিটি করপোরেশনকে সাধুবাদ জানাই। তবে টেকসই করতে হলে স্থায়ীভাবে সীমানা নির্ধারণ ও বর্জ্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খালটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হলে আশপাশের মানুষের দুর্ভোগ লাঘব হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ছোট ফেনী ও বামনিয়া নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার উপকূলীয় মুছাপুর, চরএলাহী ও চরফকিরা ইউনিয়ন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের আগস্ট মাসে মুছাপুর রেগুলেটরটি প্রচণ্ড পানির চাপে ভেঙে যায়।
২৪ মিনিট আগেরাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনে এক পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় মিথিলা আক্তার (৭) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিথিলা। এর আগে এ ঘটনায় আহত মিথিলার বাবা তোফাজ্জল হোসেন, মা মানসুরা আক্তার
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৩ মে) ভোররাতে আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের ১৫৩ নম্বর পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেসড়ক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন দুই নারী। এমন সময় কয়েক যুবক এক নারীর শরীরে হাত দিয়ে স্পর্শ করেন। ওই নারী প্রতিবাদ করলে পালিয়ে যান তাঁরা। উত্ত্যক্ত করার ভিডিওটি ঘটনাস্থলের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে