হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
পদ্মা সেতু উদ্বোধনের পর পাল্টে গেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের চিত্র। আগে ঈদের সময় একটু যাওয়ার পরপরই জ্যামে বসে থাকতে হতো। সেই দৃশ্য এখন আর নেই। দিন বাড়ার সঙ্গে সঙ্গে লোকাল পরিবহনে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা সেলফি পরিবহন, যাত্রীসেবা, দ্রুতগতি পরিবহন এবং ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে ছেড়ে আসা নীলাচল পরিবহনে আসা যাত্রীর চাপ ঘাট এলাকায় বেড়েছে। এ ছাড়া গাজীপুর ও সাভার থেকে লোকাল পরিবহন ভাড়ায় নিয়ে ঘাট এলাকায় আসছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস বা ছোট গাড়ির কোনো সিরিয়াল না থাকায় যানবাহন আসামাত্রই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। ট্রাক টার্মিনালে সাধারণ পণ্যবাহী ট্রাক থাকলেও তেমন অপেক্ষা করতে হচ্ছে না। আগের দিনের চেয়ে ঘাট এলাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। তবে নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় ভোগান্তি ছাড়াই পার হওয়া যাচ্ছে।
মাগুরার যাত্রী আহসান হাবিব বলেন, ‘সেলফি পরিবহনে করে গাবতলী থেকে দুই ঘণ্টায় পাটুরিয়া ঘাটে এসেছি। কোনো ধরনের ভোগান্তি নেই। আগে তো জ্যামে অনেক সময় বসে থাকতে হতো। তবে রাস্তায় অনেক যাত্রী দেখেছি।’
গাজীপুরের মাওনা থেকে আসা গার্মেন্টসকর্মী সাকিব আহমেদ জানান, লঞ্চ পার হয়ে কুষ্টিয়া যাচ্ছেন তিনি। চৌরাস্তা থেকে লোকাল পরিবহনে ঘাটে এসেছেন। আশুলিয়ার বাইপাইল ও ইপিজেড এলাকায় ঘণ্টাখানেক জ্যামে ছিলেন। রাস্তায় অনেক যাত্রী দেখেছেন তিনি।
সেলফি পরিবহনের চালক শাহজাহান মিয়া বলেন, ‘প্রতিবছর ঈদের এক সপ্তাহ আগে থেকে মেলা চাপ থাকত। ঈদের আর দুই দিন বাকি, তবু যাত্রীর তেমন কোনো চাপ নেই। গতকাল বুধবারও যাত্রী ছিল না। তবে আজ সকাল থেকে সেলফি পরিবহনসহ লোকাল পরিবহনে অনেক যাত্রী আসছেন। আজ কিছুটা হলেও ঈদ মনে হচ্ছে।’
লঞ্চঘাটের পরিচালক পান্না লাল বলেন, ‘সেলফি, নীলাচল ও লোকাল পরিবহনে যাত্রীরা এসে আমাদের লঞ্চ ও ফেরিতে পারাপার হন। আজ যাত্রীর চাপ বেড়েছে। ঘাটে ২২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করছি।’
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঘাট এলাকায় যানবাহনের যাত্রী ও চালকদের কোনো ভোগান্তি নেই। স্বাভাবিকভাবে পারাপার হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
পদ্মা সেতু উদ্বোধনের পর পাল্টে গেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের চিত্র। আগে ঈদের সময় একটু যাওয়ার পরপরই জ্যামে বসে থাকতে হতো। সেই দৃশ্য এখন আর নেই। দিন বাড়ার সঙ্গে সঙ্গে লোকাল পরিবহনে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা সেলফি পরিবহন, যাত্রীসেবা, দ্রুতগতি পরিবহন এবং ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে ছেড়ে আসা নীলাচল পরিবহনে আসা যাত্রীর চাপ ঘাট এলাকায় বেড়েছে। এ ছাড়া গাজীপুর ও সাভার থেকে লোকাল পরিবহন ভাড়ায় নিয়ে ঘাট এলাকায় আসছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস বা ছোট গাড়ির কোনো সিরিয়াল না থাকায় যানবাহন আসামাত্রই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। ট্রাক টার্মিনালে সাধারণ পণ্যবাহী ট্রাক থাকলেও তেমন অপেক্ষা করতে হচ্ছে না। আগের দিনের চেয়ে ঘাট এলাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। তবে নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় ভোগান্তি ছাড়াই পার হওয়া যাচ্ছে।
মাগুরার যাত্রী আহসান হাবিব বলেন, ‘সেলফি পরিবহনে করে গাবতলী থেকে দুই ঘণ্টায় পাটুরিয়া ঘাটে এসেছি। কোনো ধরনের ভোগান্তি নেই। আগে তো জ্যামে অনেক সময় বসে থাকতে হতো। তবে রাস্তায় অনেক যাত্রী দেখেছি।’
গাজীপুরের মাওনা থেকে আসা গার্মেন্টসকর্মী সাকিব আহমেদ জানান, লঞ্চ পার হয়ে কুষ্টিয়া যাচ্ছেন তিনি। চৌরাস্তা থেকে লোকাল পরিবহনে ঘাটে এসেছেন। আশুলিয়ার বাইপাইল ও ইপিজেড এলাকায় ঘণ্টাখানেক জ্যামে ছিলেন। রাস্তায় অনেক যাত্রী দেখেছেন তিনি।
সেলফি পরিবহনের চালক শাহজাহান মিয়া বলেন, ‘প্রতিবছর ঈদের এক সপ্তাহ আগে থেকে মেলা চাপ থাকত। ঈদের আর দুই দিন বাকি, তবু যাত্রীর তেমন কোনো চাপ নেই। গতকাল বুধবারও যাত্রী ছিল না। তবে আজ সকাল থেকে সেলফি পরিবহনসহ লোকাল পরিবহনে অনেক যাত্রী আসছেন। আজ কিছুটা হলেও ঈদ মনে হচ্ছে।’
লঞ্চঘাটের পরিচালক পান্না লাল বলেন, ‘সেলফি, নীলাচল ও লোকাল পরিবহনে যাত্রীরা এসে আমাদের লঞ্চ ও ফেরিতে পারাপার হন। আজ যাত্রীর চাপ বেড়েছে। ঘাটে ২২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করছি।’
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঘাট এলাকায় যানবাহনের যাত্রী ও চালকদের কোনো ভোগান্তি নেই। স্বাভাবিকভাবে পারাপার হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে