Ajker Patrika

শরীয়তপুরে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর একাংশের বিক্ষোভ।  ছবি: আজকের পত্রিকা
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর একাংশের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটির একটি পক্ষ।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সন্ধ্যার পরে আবারও মশাল মিছিল করেছে জেলা ছাত্রদলের একাংশ।

শরীয়তপুর সরকারি কলেজ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী আফজাল খান, আতিকুর রহমান খান, পান্থ তালুকদার, বাবু মাদবর, ইসহাক সরদার ও ইমাম মোল্লা।

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর একাংশের বিক্ষোভ।  ছবি: আজকের পত্রিকা
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর একাংশের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বক্তারা বলেন, ৩ জুন কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটিতে জাকির হোসেন হাওলাদারকে আহ্বায়ক করা হয়েছে। জাকির হোসেন হাওলাদার আওয়ামী লীগ পরিবারের লোক। তাঁর পরিবারের এবং বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত