Ajker Patrika

আনিসুল হক আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৫: ৫৭
আনিসুল হক আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন। 

সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় আনিসুল হককে। পরে বাড্ডা থানায় দায়ের করা আল আমিন হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. আহসান হাবিব। 

শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং আনিসুল হককে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। 

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। আল আমিন হোসেন ওই আন্দোলনে যোগ দেন। বেলা সাড়ে ৩টার সময় বাড্ডা থানার প্রধান সড়ক থেকে ঢুকতে বট গাছের উত্তর পাশে ফুলকলি মিষ্টির দোকানের পাশে আনন্দ মিছিল করার সময় আল আমিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। 

এ ঘটনায় আল আমিনের মা গত ২১ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ও পুলিশ সদস্যরা আনন্দ মিছিলে নির্বিচারে গুলি চালায়। এই গুলিতে তাঁর ছেলের মৃত্যু হয়। 

তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করেছেন, আল আমিন হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে আনিসুল হক জড়িত রয়েছেন বলে জানা গেছে। এই কারণে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। 

উল্লেখ্য, আনিসুল হককে গত ১৩ আগস্ট রাতে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শাহজাহান আলী হত্যা মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফার রিমান্ডে নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। এখনো কয়েকটি মামলায় রিমান্ড মঞ্জুর হয়ে আছে। তদন্ত কর্মকর্তারা সময়মতো তাঁকে রিমান্ডে নেবেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত