Ajker Patrika

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা, বেঁচে যাওয়া শিশুর অস্ত্রোপচার

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা, বেঁচে যাওয়া শিশুর অস্ত্রোপচার

শিশুকে বুকে চেপে ধরেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন নাদিয়া। তিনি বাঁচেননি। সৌভাগ্যক্রমে শিশুটি বেঁচে যায়। শিশুটির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কয়েক দিন পর আরেকটি অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গত বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নাদিয়া। বুকে চেপে ধরে থাকা শিশু জাকিয়া জান্নাত গুরুতর আহত হয়।

গতকাল শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে শিশুটির ফুফু লাকি আক্তার।

লাকি আক্তার বলেন, রাত ১২টায় তার অপারেশন হয়েছে। বর্তমানে সুস্থ আছে। অপারেশনের বেশির ভাগ টাকা দিয়েছেন সাধারণ মানুষ।

শিশুর অপারেশন সম্পন্ন করা চিকিৎসক ডাক্তার মো. সোহেল মিয়া বলেন, শিশুটির হাত রক্ষার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কয়েক দিনের মধ্যে তার শরীরে আবার অস্ত্রোপচার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত