Ajker Patrika

ভোরের কাগজের সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ঘটনায় ডিইউজের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২২, ২২: ০৫
ভোরের কাগজের সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ঘটনায় ডিইউজের নিন্দা

ভোরের কাগজের সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান স্বাক্ষরিত এক বিবৃতিতে ডিইউজের নেতারা বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতনের মাধ্যমে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। অতীতেও এ ধরনের মামলার মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের অপচেষ্টা চালানো হয়েছে। মুক্ত সাংবাদিকতার পথে বাধা সৃষ্টিকারী এ ধরনের মামলার নিন্দা জানায় ডিইউজের নির্বাহী পরিষদ। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানায়।

মঙ্গলবার মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, জ্যেষ্ঠ প্রতিবেদক মুহাম্মদ রুহুল আমিন ও পত্রিকাটির কুমিল্লা জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

শিশুদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের টিকা, যেভাবে রেজিস্ট্রেশন করবেন

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত