Ajker Patrika

স্ত্রীকে জমি লিখে দিয়ে চাকরি ফেরত পেলেন ফায়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্ত্রীকে জমি লিখে দিয়ে চাকরি ফেরত পেলেন ফায়ারম্যান

আদালতের নির্দেশ মতো স্ত্রীকে জমি লিখে দেওয়ায় স্বামীকে ফায়ারম্যানের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

আপিল বিভাগ আদেশে বলেন, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামী ও স্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে তাঁরা সুখী দাম্পত্য জীবনযাপন করবেন। দুজনের সমঝোতার কারণে স্বামীর চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলো। 

এর আগে গত ২২ সেপ্টেম্বর স্ত্রীকে জমি লিখে দেওয়ার শর্তে স্বামীকে চাকরি ফেরত দেওয়ার কথা বলেছিলেন আদালত। 

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে ফায়ারম্যান স্বামীর বিরুদ্ধে মামলা করেন তাঁর স্ত্রী। পরে রাজশাহীর নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ে স্বামীর সাজা হয় এবং তিনি চাকরি থেকে বরখাস্ত হন। পরে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট স্বামীকে খালাস দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। অন্যদিকে স্বামী মামলা খারিজ চেয়ে আপিল বিভাগে একটি ‘কম্প্রোমাইজ অ্যাপ্লিকেশন’ (সমঝোতার আবেদন) করেন। 

শুনানির সময় স্ত্রী আপিল বিভাগে উপস্থিত হয়ে তাঁকে নির্যাতনের বর্ণনা দেন। পরে জমি লিখে দিলে স্বামীর চাকরি ফেরত দেওয়ার কথা বলেন আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত