Ajker Patrika

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপচালকসহ ৩ জন নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপচালকসহ ৩ জন নিহত। ছবি: আজকের পত্রিকা
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপচালকসহ ৩ জন নিহত। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপচালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যানে বাসা পরিবর্তনের মালপত্র নিয়ে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে সামনে থাকা একটি লুবেটকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা চালক, হেলপার, মালপত্রের মালিকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ গিয়ে মহাসড়ক থেকে ধুমড়েমুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে নেয়।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, নিহতদের মধ্যে একজন বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি তাঁর বাসা পরিবর্তনের জন্য মালপত্র সরাতে পিকআপটি ভাড়া করেন।

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপচালকসহ ৩ জন নিহত। ছবি: আজকের পত্রিকা
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপচালকসহ ৩ জন নিহত। ছবি: আজকের পত্রিকা

এ ছাড়া নিহতদের মধ্যে একজন পিকআপচালক, অপরজন হেলপার। তবে সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পাঠানো পর্যন্ত তাঁদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত