Ajker Patrika

বাসের টিকিট বিক্রিতে ভিড় নেই, ভাড়া বেশি নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৪: ৫৪
বাসের টিকিট বিক্রিতে ভিড় নেই, ভাড়া বেশি নেওয়ার অভিযোগ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে রেল ও বাসের অগ্রিম টিকিট বিক্রি। রেলে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হলেও বাসের টিকিট পাওয়া যাচ্ছে কাউন্টার থেকেই। আজ শুক্রবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় এখনো ফাঁকা আছে কাউন্টারগুলো। 

আজ থেকে আনুষ্ঠানিক অগ্রিম টিকিট বিক্রির কথা থাকলেও আরও দুই দিন আগে থেকেই বিভিন্ন কাউন্টার টিকিট বিক্রি শুরু করেছে। তবে এখনো অগ্রিম টিকিটের জন্য ভিড় দেখা যায়নি তেমন। 

গত বুধবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকার সব টার্মিনাল থেকে আজ অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়।

মহাখালীর এনা বাস কাউন্টারের বিক্রয় প্রতিনিধি রাসেল সরকার আজকের পত্রিকাকে বলেন, আরও দুই দিন আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছেন তাঁরা। এখন পর্যন্ত তেমন চাপ নেই বিক্রির। তবে ঈদের সাত দিন আগে থেকে ভিড় বাড়বে। টিকিট বিআরটিএর নির্ধারিত দামেই বিক্রি করা হচ্ছে।

মহাখালী বাস টার্মিনালের বগুড়াগামী একতা পরিবহনের কাউন্টারে সামান্য লাইন দেখা গেছে আজ। যাত্রীদের অভিযোগ, নিয়মিত ভাড়া থেকে ১৩০ টাকা বেশি নিচ্ছে ঈদের কারণে। কাউন্টারের বিক্রয় প্রতিনিধি অভিযোগের বিষয়ে বলেন, ‘আমাদের যা বলা হয়েছে, ভাড়া ঈদের জন্য নেওয়া হচ্ছে সেটাই। তবে যাত্রীর চাপ কম। আস্তে আস্তে বাড়বে।’

এই বাস টার্মিনালে আসা মো. সাগর ২০ তারিখের টিকিট কেটেছেন। সাগর বলেন, নিয়মিত ভাড়া ৫৫০ টাকা। তবে ঈদের জন্য বগুড়ার ভাড়া ৬৮০ টাকা নিয়েছেন তাঁরা। ভাড়া কেন বাড়িয়ে নেওয়া হলো এমন প্রশ্ন কাউন্টারে জিজ্ঞেস করেছেন কি না, জানতে চাইলে সাগর বলেন, টিকিট পেয়েছেন এতেই তিনি খুশি। ঈদ উপলক্ষে ভাড়া একটু বেশি নেবেন এটা স্বাভাবিক তাঁর কাছে।

অন্যদিকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি গাবতলী বাস টার্মিনালে। পদ্মা সেতুর জন্য অনেক যাত্রী এখন সায়েদাবাদ কাউন্টারগুলোতে টিকিট কাটবেন। গাবতলীতেও টিকিট প্রতি ১০০ টাকা বেশি নিচ্ছে স্বাভাবিক ভাড়া থেকে। এই টার্মিনালে মেহেরপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলের গাড়িগুলোতে টিকিট বিক্রির হার বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত