Ajker Patrika

নতুন বছরে হচ্ছে না বই উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪: ০৪
নতুন বছরে হচ্ছে না বই উৎসব

কারোনায় স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে নতুন বছরের প্রথম দিনে বই উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার নতুন বছরের পাঠ্যবই ছাপার অগ্রগতি দেখতে রাজধানীর মাতুয়াইলে কয়েকটি প্রেস পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, করোনায় স্বাস্থ্যবিধির কারণে ১ জানুয়ারি বই উৎসব না হলেও ৯৫ শতাংশ বই বেশির ভাগ স্কুলে পৌঁছে যাবে। তবে বাকি ৫ ভাগ বই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে স্কুলে পৌঁছাবে। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে, তবে ভর্তির প্রক্রিয়া শেষ হবে জানুয়ারির শেষ নাগাদ। তাই ফেব্রুয়ারি থেকে নতুন কারিকুলাম শুরু করার আগে আমরা ১০০টি স্কুলে নতুন কারিকুলামের গবেষণা চালাব ভেবেছিলাম। তবে সেটি কমিয়ে ৬০টি স্কুল করা হয়েছে। ওই স্কুলগুলোতে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হবে। বাকিদের জানুয়ারি মাসেই ধাপে ধাপে বই দেওয়া হবে। 

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, যারা পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়ম করেছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে। তাদের আর কখনো কাজ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। 

করোনার ওমিক্রন ধরন বিষয়ে দীপু মনি বলেন, বিশ্বজুড়ে ওমিক্রন ছড়াচ্ছে, তবে সার্বিক বিষয় সরকার পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে মার্চে গিয়েও যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত