Ajker Patrika

অবশেষে দুই চেয়ারম্যানের মধ্যস্থতায় সম্পন্ন হলো বিয়ে

অবশেষে দুই চেয়ারম্যানের মধ্যস্থতায় সম্পন্ন হলো বিয়ে

গাজীপুরের শ্রীপুরে সংঘর্ষের ঘটনায় আটকে যাওয়া বিয়ে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যস্থতায় অবশেষে সম্পন্ন হয়েছে। 

আজ শনিবার সকালে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আজিজ ও গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব ঢালী কনের বাড়ি এসে দিনব্যাপী আলাপ আলোচনা করেন। এরপর উভয়পক্ষের সম্মতিক্রমে বিয়ে সম্পন্ন হয়। কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আজিজ বলেন, দুই পরিবারকে বুঝিয়ে গতকাল শুক্রবারের ঘটে যাওয়া সব ঘটনার অবসান ঘটিয়ে বিয়ে সম্পন্ন করা হয়েছে। 

পাইথল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব ঢালী বলেন, বরের পরিবারের সদস্যেদের সঙ্গে আলাপ-আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বর এবং কনের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে দুটি পক্ষকে সব ভুল বোঝাবুঝি বাদ দিয়ে বিয়ে সম্পাদন করা হয়েছে। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বিয়ে বাড়িতে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়। কনে আফসানা একই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নে পাইথল গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রাশেদুল ইসলামের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি ছিল। কিন্তু বিয়ের দিন গেট ধরা নিয়ে কথা-কাটাকাটির হয়। এরপর খাবার টেবিলে বরের চাচার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে বরপক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে জনপ্রতিনিধিরা গিয়ে উভয়পক্ষকে শান্ত করেন। কিন্তু সেদিন বিয়ে আর হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত