Ajker Patrika

যমুনা, ঝিনাই ও ধলেশ্বরীর পানি বিপৎসীমার ওপরে, টাঙ্গাইলে বহু গ্রাম প্লাবিত

টাঙ্গাইল ও ভূঞাপুর প্রতিনিধি
যমুনা, ঝিনাই ও ধলেশ্বরীর পানি বিপৎসীমার ওপরে, টাঙ্গাইলে বহু গ্রাম প্লাবিত

টাঙ্গাইলে যমুনাসহ সব কটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে, ঝিনাই নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে ও ধলেশ্বরীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্যাপকভাবে পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইল সদর, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। সড়ক ভেঙে ও বাঁধ উপচে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানির তীব্র স্রোতে ভূঞাপুর উপজেলার কয়েড়া এলাকায় সড়ক ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। দুর্ভোগ বেড়েছে মানুষের।

যমুনার প্রবল স্রোতে ভূঞাপুরের কয়েড়ায় নতুন ব্লক ইটের রাস্তাটি ভেঙে গেছে। তাতে কয়েকটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গতকাল শনিবার বিকেলে কয়েড়ার রাস্তাটির দুটি স্থানে ভেঙে যাওয়ায় চর কয়েড়া, কয়েড়া, আকালু, নলুয়াসহ বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। গতকাল সকালে যমুনা নদীর পানির প্রবল স্রোতে উপজেলার একই ইউনিয়নের গোবিন্দাসী-ভালকুটিয়া-চিতুলিয়াপাড়ার সংযোগ রাস্তার প্রায় ৩০ মিটার অংশ ভেঙে যায়। তাতে ওই এলাকার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের কোনাবাড়ী এলাকা। ছবি: আজকের পত্রিকাটাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় জেলায় এ পর্যন্ত প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে রয়েছে আউশ ধান, পাট, তিল ও সবজি। পানি দীর্ঘস্থায়ী হলে কৃষক ক্ষতির সম্মুখীন হবে। পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। 

ভূঞাপুরের কয়েড়া গ্রামে পানির স্রোতে ভেঙে যাওয়া সড়ক। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, টাঙ্গাইলে সব কটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনা, ঝিনাই ও ধলেশ্বরীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও দুই দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত