মুন্সিগঞ্জ প্রতিনিধি
বিএনপির প্রবীণ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা নিজেই তার দলকে হত্যা করেছে। মাঠে এখন আওয়ামী লীগ নেই। এখন যদি নির্বাচন হয়, তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।’
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সড়কে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা এখনো ক্ষমতায় বসি নাই। অনেকেই মনে করে আমরা বুঝি ক্ষমতায় বসে গেছি। আওয়ামী লীগ সরকার যে অপকর্ম করেছে, আমাদের অনেকে এমন অপকর্ম করতে চায়, এ ধরনের কাজ করা যাবে না। সবাইকে অনুরোধ করছি। এ দেশের মানুষ যেন বলতে না পারে আওয়ামী লীগ সরকার যা করেছে আপনারাও তা-ই করছেন।’
খন্দকার মোশাররফ আরও বলেন, ‘এখন যে সরকার চলছে, সেটি কারও নির্বাচিত সরকার নয়। বর্তমানে তাঁরা জানে যদি সময়মতো নির্বাচন হয়, তাঁদের কোনো ভরসা নেই, তা এ দেশে প্রমাণিত হয়েছে। এ দেশের জনগণের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর দ্বিতীয়ত ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ দেশে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করেছিল। সে কারণে তাদের নেত্রী পালিয়ে গেছে।’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এই অন্তর্বর্তী সরকার যেন জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে পারে। আর জনগণের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার। তাই জনগণের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব এ দেশের মানুষের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করা। যথাশিগগির সম্ভব এই সরকারের বিদায় নেওয়া। যদি এই সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে তাহলে জনগণও রক্ষা পাবে, মুক্তি পাবে।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আবদুল্লাহ, শহিদুল ইসলাম মৃধা, আবদুল বাতেন, সৈয়দ সিদ্দিক উল্লাহ, আমিরুল হোসেন প্রমুখ।
বিএনপির প্রবীণ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা নিজেই তার দলকে হত্যা করেছে। মাঠে এখন আওয়ামী লীগ নেই। এখন যদি নির্বাচন হয়, তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।’
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সড়কে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা এখনো ক্ষমতায় বসি নাই। অনেকেই মনে করে আমরা বুঝি ক্ষমতায় বসে গেছি। আওয়ামী লীগ সরকার যে অপকর্ম করেছে, আমাদের অনেকে এমন অপকর্ম করতে চায়, এ ধরনের কাজ করা যাবে না। সবাইকে অনুরোধ করছি। এ দেশের মানুষ যেন বলতে না পারে আওয়ামী লীগ সরকার যা করেছে আপনারাও তা-ই করছেন।’
খন্দকার মোশাররফ আরও বলেন, ‘এখন যে সরকার চলছে, সেটি কারও নির্বাচিত সরকার নয়। বর্তমানে তাঁরা জানে যদি সময়মতো নির্বাচন হয়, তাঁদের কোনো ভরসা নেই, তা এ দেশে প্রমাণিত হয়েছে। এ দেশের জনগণের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর দ্বিতীয়ত ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ দেশে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করেছিল। সে কারণে তাদের নেত্রী পালিয়ে গেছে।’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এই অন্তর্বর্তী সরকার যেন জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে পারে। আর জনগণের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার। তাই জনগণের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব এ দেশের মানুষের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করা। যথাশিগগির সম্ভব এই সরকারের বিদায় নেওয়া। যদি এই সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে তাহলে জনগণও রক্ষা পাবে, মুক্তি পাবে।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আবদুল্লাহ, শহিদুল ইসলাম মৃধা, আবদুল বাতেন, সৈয়দ সিদ্দিক উল্লাহ, আমিরুল হোসেন প্রমুখ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে