Ajker Patrika

চাকা খুলে যাওয়া বিমান নিরাপদে ল্যান্ডিং করানো ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুকে সম্মাননা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম এবং কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিন আরিয়ানকে সম্মাননা স্মারক প্রদান। ছবি: আজকের পত্রিকা
ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম এবং কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিন আরিয়ানকে সম্মাননা স্মারক প্রদান। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪৩৬ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের দুটি চাকার একটি খুলে পড়ে যায়। বিমানটি ঢাকায় নিরাপদ ল্যান্ডিংয়ের স্বীকৃতিস্বরূপ ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম এবং কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিন আরিয়ানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ সোমবার কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলন কক্ষে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই সম্মাননা স্মারক তুলে দেন। সাহসী প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান উপদেষ্টা। পাশাপাশি ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর ক্ষেত্রে সজাগ থাকার আহ্বান জানান।

পরে, উপদেষ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস সম্পর্কিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে একটি প্রেজেন্টেশন সেশনে অংশ নেন। পর্যবেক্ষণ শেষে তিনি তৃতীয় টার্মিনালের কাজ নির্ধারিত সময়ে সুচারুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত